রাজশাহীর পুঠিয়ায় বিয়ের প্রলোভনে এক প্রবাসীর স্ত্রীর সাথে দীর্ঘদিন থেকে অনৈতিক সম্পর্ক গড়ে তুলেছেন স্থানীয় পোল্ট্রি ব্যবসায়ী রফিকুল ইসলাম (৪০)। বিয়েতে রাজি না হওয়ায় অবশেষে থানায় একটি মামলা দায়ের করেছেন পরকীয়া প্রেমিকা ও তিন সন্তানের জননী ওই নারী (৩০)। এ ঘটনায় পুলিশ পরকীয়া প্রেমিক রফিকুল ইসলামকে আটক করে জেল-হাজতে পাঠিয়েছেন।
আটককৃত রফিকুল ইসলাম রামজীবনপুর গ্রামের বদিউজ্জামানের ছেলে। অপরদিকে ওই নারীর স্বামীর বাড়ি উপজেলার রারইপাড়া গ্রামে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিল উদ্দীন আহম্মেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, স্বামী দীর্ঘদিন থেকে বিদেশে থাকার সুযোগে ওই নারীর সাথে পাশের গ্রামের পোল্ট্রি ব্যবসায়ী রফিকুল ইসলামের অনৈতিক সম্পর্ক গড়ে উঠে। বিয়ের প্রলোভনে ওই নারীর সাথে বিভিন্ন সময় শারীরিক সম্পর্কে লিপ্ত হন রফিকুল। এক পর্যায়ে বিয়ের জন্য রফিকুলকে চাপ দেন ওই নারী। কিন্তু এতে টালবাহানা শুরু করেন রফিকুল। সর্বশেষ এ ঘটনায় রফিককে আসামি করে গতকাল মঙ্গলবার থানায় একটি মামলা দায়ের করেন ওই নারী।
মামলার পর গতকাল রাতেই রফিককে আটক করা হয়েছে। আজ বুধবার সকালে আদালতের মাধ্যমে তাকে জেল-হাজতে পাঠানো হয়েছে।
Leave a Reply