বরেন্দ্র নিউজ স্পোর্টস ডেস্ক :
ক্রিকেটের মানচিত্রে হয়তো বাংলাদেশের মতো উচ্চতায় নেই আফগানিস্তান। তবে উদীয়মানশক্তি হিসেবে আফগানদের জুড়ি নেই। ওয়ানডের প্রতিষ্ঠিত শক্তি বাংলাদেশকে হোম কন্ডিশনে হারিয়ে বেশ চাঙ্গা এখন সফরকারীরা। আজ শুরু হচ্ছে দুই ম্যাচের টি-২০ সিরিজ। এ ফরম্যাটে আইসিসির র্যাংকিং, এমনকি অভ্যস্ততার দিক থেকেও বাংলাদেশের চেয়ে এগিয়ে আফগানরা।
বাংলাদেশ যেখানে সংগ্রামরত, আফগানদের কাছে সেই টি-২০ই সবচেয়ে উপভোগ্য। ক্রিকেটের ক্ষুদে ফরম্যাটে ছয়বারের সাক্ষাতে বাংলাদেশকে চারবার হারিয়েছে তারা। সিরিজে তাই বড় চাপে থাকবে মাহমুদউল্লাহ রিয়াদের দল।
তার পরও ঘরের মাঠে জয়ে সিরিজ শুরুর আশাই করছেন বাংলাদেশ অধিনায়ক। টি-২০তে টানা আট ম্যাচে হারের বৃত্ত ভাঙার লক্ষ্যেই আজ নামবে বাংলাদেশ দল। তামিম ইকবাল না থাকলেও সাকিব আল হাসান, মুশফিকুর রহিমরা থাকায় আশাবাদী টাইগাররা। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ সিরিজের প্রথম টি-২০ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ-আফগানিস্তান। বেলা ৩টায় শুরু হবে ম্যাচটি। সিরিজে বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ হবেন তিন আফগান স্পিনার। রশিদ খান, মোহাম্মদ নবী, মুজিব উর রহমানের ১২ ওভার ম্যাচের গতিপথ ঠিক করে দেবে।
ব্যাটিংয়ে তাই তাদেরকে সামলে লড়াকু পুঁজি গড়াই মাহমুদউল্লাহদের মূল টার্গেট হবে। গতকাল সংবাদ সম্মেলনে বাংলাদেশের অধিনায়ক বলেছেন, ‘আশা তো অবশ্যই জেতার। আমি সবসময় বলি, টি-২০ ফরম্যাট এমন একটা ফরম্যাট যে কোনো দিন যে কোনো দল জিততে পারে। আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে।’
মাহমুদউল্লাহও গুরুত্ব দিচ্ছেন ব্যাটিংয়ে বড় জুটিকে। তিনি বলেন, ‘টি-২০ এমন একটা ফরম্যাট, আপনি এক নম্বর দলের বিপক্ষে খেলুন আর ১০-১২ নম্বর দলের সঙ্গে খেলুন, একটি পার্টনারশিপ ম্যাচ ঘুরিয়ে দিতে পারে।’ পাওয়ার প্লের সঠিক ব্যবহার নিশ্চিত করতে বিপিএলে আক্রমণাত্মক ব্যাটিং করা মুনিম শাহরিয়ারের অভিষেক হতে পারে আজ। তবে বাংলাদেশকে লড়াকু পুঁজি এনে দিতে লিটন-সাকিবদেরই ব্যাটিংয়ে জ্বলে উঠতে হবে।
Leave a Reply