ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ৪৪-চাঁপাইনবাবগঞ্জ- আসনের জাতীয় সংসদ সদস্য মোঃ আমিনুল ইসলাম উপজেলার আড়াই কিলোমিটার রাস্তার উদ্বোধনসহ বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
আজ বৃহস্পতিবার ( ১৬ জুন) সকাল ১০টার দিকে উপজেলার মুশরীভূজা স্কুল এন্ড কলেজ ও আদাতলা উচ্চ বিদ্যালয়ের নবীন বরণ, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমপি আলহাজ্ব আমিনুল ইসলাম ।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার খাস কামরায় মাসিক সমন্বয় সভায় যোগদান করেন। সেখানখার সভা শেষ করে সৌজন্য চা চক্রে উপজেলা বিআরডিবি অফিসে যান।
তারপর চামুশা ও চরধরমপুর(মজিব পল্লী) গ্রামে এইচবিবি ২ কিঃমিঃ ও হাফ কিঃমিঃ কার্পেটিং মোট আড়াই কিলোমিটার রাস্তা উদ্বোধন করেন। পরে আম ফাউন্ডেশন ভোলাহাটে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। এসময় এমপি আলহাজ্ব আমিনুল ইসলাম আম ফাউন্ডেশনের মসজিদ নির্মানের জন্য ৬ লক্ষ টাকার ঘোষনা দেন। buy yahoo accounts
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাবাসসু, উপজেলা প্রকৌশলী মোঃ সাজেদুল ইসলাম, প্রকল্প বাস্তাবায়ন কর্মকর্তা কাউসার আলম সরকার, বিএনপির সাবেক সভাপতি মোঃ মাহতাব উদ্দিন, সাবেক সহসভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ারুল ইসলাম, বিএনপি নেতা মোঃ আলাউদ্দিন, যুবদল নেতা মোঃ বেলাল উদ্দিন,মোঃ মনসুর আলী, স্বেচ্ছাসেবক দলের নেতা ও বিআরডিবি চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান, সাবেক উপজেলা ছাত্রদল আহ্বায়ক মোঃ মহসিন আরাফাত সানিসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply