শিরোনাম
রাণীনগরে আলোচিত মাদক ব্যবসায়ী গ্রেফতার-বরেন্দ্র নিউজ মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য নীতির পরিবর্তন করতে হবে’-ড.মিজানুর রহমান-বরেন্দ্র নিউজ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলি বাংলাদেশি যুবক আহত -বরেন্দ্র নিউজ ভোলাহাট সদর ইউপির শীতার্তদের মাঝে কম্বল বিতরণ-বরেন্দ্র নিউজ ভোলাহাটে ইউএনওর বিরুদ্ধে বিক্ষোভ-বরেন্দ্র নিউজ সাপাহারে ফসলী জমি কেটে নির্ধারিত স্থানে পানির লাইন না বসিয়ে অর্থের বিনিময়ে অন্য স্থানে বসানোর অভিযোগ-বরেন্দ্র নিউজ বাংলাদেশকে জুলুম অত্যাচার হাত থেকে রক্ষা করতে ইসলামী রাষ্ট্রের বিকল্প নেই-অধ্যাপক মুজিবুর রহমান খুলনার দাকোপ ছাত্র লীগের জন্মদিন পালনে আটক-৩-বরেন্দ্র নিউজ সাপাহারে স্বাস্থ্যসেবা ক্যাম্পেইনে অনুষ্ঠিত-বরেন্দ্র নিউজ গণ অধিকার পরিষদের কুড়িগ্রাম জেলা কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন-বরেদ্র নিউজ সীমান্তবর্তী উপজেলা ডিমলায় শতাধিক এতিম শিশুকে ইউএনওর কম্বল উপহার-বরেন্দ্র নিউজ
মাননীয় প্রধানমন্ত্রী যতদিন থাকবেন দেশ নিরাপদে থাকবে:স্বরাষ্ট্রমন্ত্রী-বরেন্দ্র নিউজ

মাননীয় প্রধানমন্ত্রী যতদিন থাকবেন দেশ নিরাপদে থাকবে:স্বরাষ্ট্রমন্ত্রী-বরেন্দ্র নিউজ

(মশিয়ার রহমান,নীলফামারী প্রতিনিধি):-
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষতা ও দূরদর্শী যোগ্য নেতৃত্বে এবং তার তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতার কারণে আমরা ভালো আছি। জনগণ বিশ্বাস করে শেখ হাসিনার বিকল্প নেই। যতদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেঁচে থাকবেন ততদিন বাংলাদেশের আকাশ-বাতাস মাটি ও মানুষ সবই ভালো থাকবে এবং নিরাপদে থাকবে।

প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, র‌্যাব আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও মানবিক কাজ করে আসছে। তারই একটি উদাহরন তিস্তা ব্যারেজ এলাকায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ। আমি আশা করব, ভবিষ্যতেও তাদের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। র‍্যাব শুধু জঙ্গি দমন করে না। যখন যা প্রয়োজন র‍্যাব স্বশরীরে মানুষের কাতারে সেবা দেওয়ার জন্য চলে আসে। র‍্যাব শুধু এলিট ফোর্স নয়, তারা জনগণের সেবায় কাজ করে যাচ্ছে। সেবার মাধ্যমে বাংলাদেশের মানুষের হৃদয় জয় করেছে র‍্যাব। জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে এই বাহিনী। রাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এর প্রশংসা সবার মুখে মুখে। আমাদের চ্যালেঞ্জ অনেক। আজকে আমরা সব চ্যালেঞ্জকে অতিক্রম করে একটা সুন্দর পরিস্থিতিতে এসেছি। আমাদের আইনশৃঙ্খলা বাহিনী ও দক্ষ প্রশাসন তাদের অভিজ্ঞতা, সাহসিকতা ও দেশপ্রেম দিয়ে জনসেবা করে যাচ্ছে।

তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষতা, দূরদর্শিতা ও যোগ্য নেতৃত্বে এবং তার তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতার কারণে আমরা ভালো আছি। এ দেশের জনগণ আর কোনোদিন জঙ্গিবাদ, সন্ত্রাসের মদদদাতাদের আশ্রয়-প্রশ্রয় ও সমর্থন দেবে না। দেশের মানুষের যখনই কোনো দুর্যোগ আসে, সমস্যা-সংকট দেখা দেয় তখনই সবাই একসঙ্গে ঘুরে দাঁড়ায়। দেশের মানুষের জন্য যখন যা প্রয়োজন, প্রধানমন্ত্রী তখন তা করতে না করেননি। প্রধানমন্ত্রীর কাছে নো বলে কোনো শব্দ নেই।

স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, র‌্যাব শুধু আইন-শৃঙ্খলা রক্ষাই করেনা আর্তমানবতার সেবায়ও নিয়োজিত রয়েছে। তারই একটি অনন্য দৃষ্টান্ত এই শীতবস্ত্র বিতরণ।

খর স্রোত তিস্তা নদী বেষ্টিত চরাঞ্চলের অসহায়, বৃদ্ধ, ছিন্নমূল ও অবহেলিত জনগোষ্ঠীর শীত নিবারণের শীতার্ত মানুষের মাঝে র‌্যাব-১৩ রংপুরের উদ্যোগে মঙ্গলবার (২৪শে জানুয়ারি) লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলায় গড্ডিমারী ইউনিয়নে দেশের বৃহত্তম সেচ প্রকল্প দোয়ানি তিস্তা ব্যারেজ এলাকার বিস্তীর্ণ চরাঞ্চল ও নীলফামারীর ডিমলা উপজেলার টেপাখড়িবাড়ী, খালিশা চাপানি ইউনিয়নের চরাঞ্চলের দুুস্থ, অসহায় এবং ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণকালে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। এসময় আরো উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোতাহার হোসেন এমপি, র‍্যাব ফোর্সেস এর মহাপরিচালক অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেন, অতিরিক্ত মহাপরিচালক (অপস্) কর্নেল মো. কামরুল হাসান, র‍্যাব-১৩ অধিনায়ক কমান্ডার আরাফাত ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান লালমনিরহাট এ্যাড, মতিয়ার রহমানসহ রংপুর বিভাগ ও লালমনিরহাট জেলার সরকারি উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন র‌্যাব-১৩ রংপুরের সিনিয়র এএসপি রাকিবুল হাসান।

প্রসঙ্গত উল্লেখ্য যে, র‍্যাব-১৩ উদ্যোগে আর্ত-মানবতার সেবায় রংপুর বিভাগে নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম, দিনাজপুর, গাইবান্ধা ও রংপুর জেলায় ৬ হাজার দুস্থ, অসহায় ও ছিন্নমূল মানুষের মধ্যে এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম বাস্তবায়ন করছে।

আজকের এই অনুষ্ঠানে এক হাজার দুই শত শীতার্ত, অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হবে বলে র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।

র‌্যাব-১৩ জানায়, সুশৃংখল এই বাহিনী প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে যেকোনো ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এছাড়াও নিয়মিত জঙ্গি, সন্ত্রাসী, সংঘবদ্ধ অস্ত্রধারী, দুর্ধর্ষ বিভিন্ন ধরনের অপরাধী, মাদক ব্যবসায়ী, চোরাকারবারি, ছিনতাইকারীসহ ডাকাতির বিরুদ্ধে ব্যপক অভিযান পরিচালনা করে আসছে র‌্যাব। পাশাপাশি বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ও দুর্বিপাকে অসহায় মানুষের পাশে দাঁড়াতে র‌্যাব সর্বদায় প্রস্তুত ও আন্তরিক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




<figure class=”wp-block-image size-large”><img src=”http://borendronews.com/wp-content/uploads/2020/07/83801531_943884642673476_894154174608965632_n-1-1024×512.jpg” alt=”” class=”wp-image-17497″/></figure>

© All rights reserved © 2019 borendronews.com
Design BY LATEST IT