মিঠুন রাজ, স্টাফ রিপোর্টারঃ
পিরোজপুরের ইন্দুরকানীতে পণ্যের মান যাচাইয়ে অভিযান চালিয়ে ৩টি প্রতিষ্ঠানকে ৬০০০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়।
মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার ইন্দুরকানী বাজারে বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পিরোজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দেবাশীষ রায় এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ইন্দুরকানী থানা পুলিশ তাদের সহযোগিতা করে।
জানা গেছে, বাজারে পণ্যের মান তদারকির নিয়মিত অংশ হিসেবে উপজেলার ইন্দরকানী বাজারে অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় মেয়াদ উত্তীর্ণ বেকারি পণ্য মজুদ করায় মায়ের দোয়া বেকারিকে ২ হাজার টাকা, অপরিষ্কার পরিবেশে খাদ্য তৈরি করায় বিসমিল্লাহ হোটেলকে ১ হাজার টাকা এবং মেয়দ উত্তীর্ণ ঔষধ রাখায় স্বাধীন মেডিকেল হলকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
Leave a Reply