আমিনুর রহমান খোকন, মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে চার কর্মকর্তার বিদায় উপলক্ষে উপজেলা অফিসার্স ক্লাবের উদ্যোগে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. হাবিবুর রহমানের অবসরজনিত, উপজেলা প্রকৌশলী মো. সুমন মাহমুদের বদলিজনিত, বিএমডিএ এর সহকারী প্রকৌশলী মো. সেলিম রেজার পদোন্নতিজনিত এবং পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক মো. মাজেদুর রহমানে পদোন্নতিজনিত কারণে এ বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। এ উপলক্ষে মঙ্গলবার (৩০ মে) বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, অফিসার্স ক্লাবের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মো. আবু হাসান। অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. ফরিদুল ইসলামের সঞ্চালনায় এ সময় স্মৃতিচারণ মূলক বক্তব্য রাখেন যুব উন্নয়ন অফিসার মো. হারুন অর-রশিদ, উপজেলা নির্বাচন অফিসার মো. নজরুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মো. নাহিদুর রহমান, উপজেলা প্রকৌশলী সৈকত দাস, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মো. আব্দুল মালেক, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মো. মাকসুদুর রহমান, উপজেলা কৃষি অফিসার মো. মোমরেজ আলী। শেষে বিদায়ী কর্মকর্তাদেরকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।#
Leave a Reply