নিজস্ব প্রতিবেদক : চাকরিচ্যুত করা সেই ইমামকে চাকরিতে পুর্ণবহাল করেছে মসজিদ কমিটি। গত শুক্রবার (৪ অক্টোবর) চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলায় এক মসজিদে জুমার খুতবার মধ্যে মাওলানা দেলোয়ার হোসাইন সাঈদী ও মাওলানা মামুনুল হকসহ আলেম-ওলামাদের ওপরে আওয়ামীলীগ সরকারের নির্যাতনের বিষয়ে কথা বলার ঘটনায় চাকরিচ্যুত করা হয়েছিল ইমামের।
ভুক্তভোগী ইমাম চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলার মাওলানা মোঃ ওসমান গনি। তিনি ভোলাহাট উপজেলার দলদলী ইউনিয়নের পীরগাছি জামে মসজিদে ৩ বছর থেকে খতিব ও পেশ ইমাম হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ৫ অক্টোবর রাতে পেশ ইমামাকে চাকরিচ্যুত করা হয়েছিল। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। স্থানীয়দের তীব্র প্রতিবাদের মুখে ১০ আক্টোবর মসজিদ কমিটি ইমামের সাথে ঘটে যাওয়া ঘটনার মীমাংসা করে ইমামকে তার দায়িত্ব ফিরিয়ে নিয়ে আসেন। বিষয়টি নিশ্চিত করেছেন ওই ইমাম ও মসজিদের সভাপতি।
মাওলানা মোঃ ওসমান গনি বলেন, ৭ আক্টোবর মসজিদ কমিটি আমাকে নিয়ে আসার জন্য যোগাযোগ করলে আমি বলেছিলাম, স্থানীয়দের সাথে কথা বলেন তাঁরা যদি আমাকে ইমাম হিসেবে চাই তাহলে আমি যাবো। কমিটি সবার সাথে আলাপ-আলচনা করে আমাকে নিয়ে এসেছে।
মসজিদ কমিটির সভাপতি জালাল উদ্দিন বলেন, আমরা ইমামকে নিয়ে এসেছি, আজকে জুমার নামাজের ইমামতি করেছে।
উল্লেখ্য, গত শুক্রবার (৪ অক্টোবর) জুমার নামাজের খুতবায় রাসুল (সাঃ) এঁর ইসলাম প্রচারে বিভিন্ন সময় নির্যাতনের শিকার হয়েছিলেন। রাসুলের নির্যাতনের নানা দিক তুলে ধরে বক্তব্য দিচ্ছিলেন ইমাম। রাসুলের সিরাত নিয়ে ধারাবাহিক আলোচনার এক পর্যায়ে যুগে যুগে নবী-রাসুল, পীর-মাশায়েখদের উপর জুলুম নির্যাতনের বর্ণনায় মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী ও মামুনুল হকসহ আলেম-ওলামাদের ওপরে আওয়ামী লীগ সরকারের নির্যাতনের কথা বলায় আওয়ামীলীগ পন্থী কিছু লোকজন ইমামকে খুতবারত অবস্থায় অপমান অপদ¯ত্ম করে। এমনকি কাউকে না জানিয়ে ইমাম সাহেবকে চাকুরীচুত করে মসজিদ কমিটি। চাকুরীচুত করার বিষয়টি জানাজানি হলে ক্ষোভে ফেটে পরে উপজেলার জনসাধারণ।
Leave a Reply