ডিমলা (নীলফামারী) প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নীলফামারী-১ (ডোমার-ডিমলা) সংসদীয় আসনে বিএনপির জোট প্রার্থী নির্ধারণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জোট প্রার্থী হিসেবে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দীকে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্তের বিরোধিতা করে এ কর্মসূচি পালন করা হয়।
বুধবার বিকেলে (২৪ ডিসেম্বর) ডিমলা উপজেলার সর্বস্তরের জনগণের ব্যানারে যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের অংশগ্রহণে বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়। পরে ডিমলা উপজেলার স্মৃতি অম্লান চত্বরে এক পথসভা ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভকারীরা জোট প্রার্থী পরিবর্তন করে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ভাগ্নে, সাবেক সংসদ সদস্য, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব)-এর আহ্বায়ক ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনকে মনোনয়ন দেওয়ার জোর দাবি জানান।
সমাবেশে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, নীলফামারী-১ আসনে ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনকে মনোনয়ন না দেওয়া হলে উপজেলা ছাত্রদলসহ যুবদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা গণপদত্যাগ করতে বাধ্য হবেন।
সমাবেশে বক্তব্য রাখেন ডিমলা উপজেলা যুবদলের সদস্য সচিব আশিক-উল-ইসলাম লেমন, যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান সবুজ, ছাত্রদলের সদস্য সচিব হালিমুর ইসলাম রাসেল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান আকিক এবং মহিলা দল নেত্রী নাছরিন আক্তার।
বক্তারা অভিযোগ করে বলেন, নীলফামারী-১ আসনে জোট প্রার্থী চূড়ান্ত করার ক্ষেত্রে স্থানীয় নেতাকর্মীদের মতামত, সাধারণ ভোটারদের প্রত্যাশা, সম্ভাব্য প্রার্থীদের জনপ্রিয়তা এবং দলীয় সাংগঠনিক শক্তি যথাযথভাবে বিবেচনা করা হয়নি। অথচ এই আসনে সবচেয়ে আলোচিত ও জনপ্রিয় নাম ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন।
তারা আরও বলেন, দীর্ঘদিন ধরে তুহিন ডোমার–ডিমলা এলাকায় দলীয় সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন। শিক্ষা প্রতিষ্ঠান উন্নয়ন, ধর্মীয় ও সামাজিক অবকাঠামো সংস্কার, গ্রামীণ সড়ক উন্নয়ন, দরিদ্র ও অসহায় মানুষের সহায়তা, শীতবস্ত্র বিতরণ এবং দুর্যোগকালীন মানবিক কার্যক্রমে তার নিয়মিত উপস্থিতি রয়েছে। বন্যা, শীত কিংবা যেকোনো সংকটে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর কারণে তিনি সব বয়সী মানুষের কাছে গ্রহণযোগ্যতা অর্জন করেছেন।
বক্তারা বলেন, ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনকে মনোনয়ন দেওয়া হলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে তার পক্ষে ব্যাপক জনসমর্থন থাকবে এবং বিজয় নিশ্চিত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
এদিকে বুধবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিভিন্ন পোস্টে দাবি করা হয়, নীলফামারী-২ (সদর) আসনে বিএনপির প্রার্থী হিসেবে ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনকে মনোনয়ন দেওয়া হয়েছে। তবে এ বিষয়ে দলের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

Reporter Name 
















