নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর মোহনপুর উপজেলায় কেশরহাট-বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে অভিযান চালিয়ে ২ জন ব্যাবসায়ীকে জরিমানা করা হয়েছে।
রাজশাহীর মোহনপুর উপজেলায় মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুর ১টার সময় উপজেলা প্রশাসনের উদ্যোগে কেশরহাট বাজারে বালাইনাশক ও বীজ দোকানে ভ্রাম্যমাণ আদালত জরিমানা করা হয়। উক্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) (এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট) জোবায়দা সুলতানা। সার ব্যবস্থাপনা আইন, ২০০৬ এর ১৭ ও ১৫ ধারা মোতাবেক ভেজাল ও নিম্ন মানের দস্তা সার বিক্রয়ের অপরাধে মেসার্স তামিম এন্ড তাসনিম এর প্রো: মো: আবু তাহেরকে ৫ হাজার টাকা ও মেসার্স বিসমিল্লাহ কৃষি বিপনী এর প্রো: মো: আ: রউফকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কামরুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অফিসার আব্দুল মতিন, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোস্তফা কামাল, উপসহকারী কৃষি অফিসার মেহেদী হাসান ও মোহনপুর থানা পুলিশ।
কৃষকদের স্বার্থে কেশরহাট-বাজার সহ আগামীতেও উপজেলার প্রত্যেক টি বাজারে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান উপজেলা কৃষি অফিসার।

Reporter Name 
















