ফারুক হোসেন ডন, নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
রক্তদান ডোনেশন মানবতার এক অনন্য ও সুন্দর দৃষ্টান্ত। আমরা আমাদের শরীরের রক্ত অন্য কারো জীবন বাঁচাতে দান করতে পারি। এতে নিজের কোনো ক্ষতি হয় না; বরং মেডিকেল সায়েন্স বলছে, নিয়মিত রক্তদান স্বাস্থ্যর জন্য উপকারি।
রক্তদান একটি মহৎ কাজ যা জীবন বাঁচায়, এটি শুধুমাত্র অন্যের উপকারই করে না, রক্তদাতার স্বাস্থ্যের জন্যও উপকারী: এটি হৃদরোগ, স্ট্রোক, উচ্চ রক্তচাপ, কোলেস্টেরল ও কিছু ক্যান্সারের ঝুঁকি কমায় এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, এছাড়া নিজের স্বাস্থ্য পরীক্ষার একটি সুযোগও করে দেয়। একজন সুস্থ ব্যক্তি প্রতি ৩-৪ মাস অন্তর রক্ত দিতে পারেন এবং রক্তদানের সময় জীবাণুমুক্ত সরঞ্জাম ব্যবহৃত হয় বলে এটি সম্পূর্ণ নিরাপদ, তাই ভুল ধারণা পরিহার করে রক্তদানে এগিয়ে আসা উচিত।
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আর বি সি-রেড ব্লাড ক্লাবের আয়োজনে রক্তযোদ্ধা সমবেশ-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) নাচোল মহিলা কলেজ প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
আর বি সি’র সভাপতি তানজিম স্বাদ এর সার্বিক ব্যবস্থাপনায় ও মোহাম্মদ জাবির ও সাগরের পরিচালনায় দিনব্যাপী অনুষ্ঠানে খেলাধুলা, লটারি, কুইজ, মধ্যাহ্নভোজ, ভরপুর বিনোদন ও মিলন মেলায় আনন্দঘন মুহূর্তে মুখরিত হয় সদস্যরা। অনুষ্ঠানের শেষের দিকে রক্তদাতাদের সম্মাননা স্মারক ক্রেস্ট ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Reporter Name 



















