ফারুক হোসেন ডন, নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ ২০২৬ সালের নির্বাচন কমিশন ঘোষিত জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে শনিবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টায় গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা জাকির মুন্সীর কাছ থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) প্রার্থী নাজমুল হুদা খান রুবেল আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ সময় পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন। মনোনয়ন ফরম সংগ্রহ শেষে উপস্থিত সাংবাদিক ও নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং দোয়া সকলের দোয়া চান তিনি।
৪৪,চাঁপাইনবাবগঞ্জ-২ বরেন্দ্র অঞ্চল নাচোল, পুরানো জনপদ গোমস্তাপুর ও সীমান্তবর্তী ভোলাহাট, তিন উপজেলা নিয়ে গঠিত এই সংসদীয় আসনটি।
এ সময় নাজমুল হুদা খান রুবেল সাংবাদিকদের বলেন, আমাকে এনসিপি প্রার্থী হিসেবে মনোনীত করেছেন, আমি শাপলা কলি প্রতীক নিয়ে নির্বাচন করব, দেশে একটা পরিবর্তন এসেছে সেই আলোকে আমি নির্বাচন করতে চাই। যেন নিরপেক্ষ নির্বাচন হয় সে বিষয়ে আমি আশাবাদী।
তিনি আরো বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে দলমত নির্বিষেশে শান্তিপূর্ণভাবে ত্রয়োদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা আশাবাদী বিগত দিনের চেয়ে সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন হবে।
পাশাপাশি যথা সময়ে আলোচনা মাধ্যমে মনোনয়ন ফরম জমা দেওয়া হবে। আমি বেশ জোরে সরে জনগণের সাড়া পাচ্ছি, সব ঠিক থাকলে আমি ভোটে জয় লাভ করবো।

Reporter Name 



















