নাচোল, (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ
ত্রয়োদ্বশ জাতীয় সংসদ নির্বাচনে
৪৪, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি)’র মনোনীত প্রার্থী আলহাজ্ব আমিনুল ইসলাম দলীয় মনোনয়নপত্র নাচোল উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের নিকট দাখিল করেছেন। উল্লেখ্য, গত ১৭ ডিসেম্বর দলের মহাসচিব মীর্জা ফোখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত মনোনয়নপত্র উত্তোলন করেন।
আজ রবিবার বিকেল ৫ টায় দলীয় নেতা-কর্মীরাদের সঙ্গে নিয়ে দলীয় মনোনয়নপত্র দাখিল করেন। এসময় উপজেলা বিএনপির পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দুরুল হোদা, বিএনপি নেতা ও কসবা ইউপি চেয়ারম্যান জাকারিয়া আল মেহরাব, রহনপুর পৌর বিএনপির আহ্বায়ক আশরাফুল হকসহ ভোলাহাট, গোমস্তাপুর ও নাচোল উপজেলা ও পৌর বিএনপি এবং অংগ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। মনোনয়নপত্র দাখিলের পর উপস্থিত জনসাধারণ ও নেতা-কর্মীদের উদ্দেশ্যে আসন্ন নির্বাচনে নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে মেনে চলা এবং ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভালোবাসা দিয়ে মানুষের ভোট চাওয়ার আহ্বান জানান।

Reporter Name 



















