ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি ঃ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী মিলন আলী (৩৫) নিহত হয়েছেন। শুক্রবার সকাল পৌনে ৮টার দিকে ভোলাহাট–কানসাট আঞ্চলিক সড়কের খাসপাড়ামোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মিলন আলী শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের ধোমানীনগর গ্রামের বিকল আলীর ছেলে।
স্থানীয় সূত্র ও স্থানীয় ইউপি সদস্য মোঃ ইব্রাহীম জানান , শুক্রবার সকাল পৌনে ৮টার দিকে মিলন আলী মোটরসাইকেল যোগে ভোলাহাট থেকে শিবগঞ্জের গোলাপ বাজারের দিকে যাচ্ছিলেন। এমন সময় খাসপাড়া মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টর মাটি ভর্তি করে মদিনা ইটভাটায় নিয়ে যাওয়ার সময় মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী সড়কে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।এ বিষয়ে ভোলাহাট থানা পুলিশ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে।

Reporter Name 

















