মশিয়ার রহমান, নীলফামারী প্রতিনিধিঃ
ব্রাইট ফিউচার মডেল স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান- সম্পন্ন হয়েছে।১০জানুয়ারী শনিবার সকালে নীলফামারীর ডিমলা উপজেলার ঝুনাগাছচাপানী ইউনিয়নের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ব্রাইট ফিউচার স্কুল অ্যান্ড কলেজের আয়োজনে শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ মাঠে হাজারো মানুষের উপস্থিতিতে শেষ হলো বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
ব্রাইট ফিউচার মডেল স্কুল অ্যান্ড কলেজের সভাপতি আলহাজ্ব ফজলুল হকের সভাপতিত্বে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ মনোয়ার হোসেন।
অনুষ্ঠানে উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন ব্রাইট ফিউচার মডেল স্কুল এন্ড কলেজের পরিচালক শাহীনুর রহমান শাহীন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝুনাগাছচাপানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একরামুল হক চৌধুরী, ঝুনাগাছচাপানী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জিয়াউর রহমান জিয়া, ঝুনাগাছচাপানী ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আমিনুর রহমান, বিএনপির সাবেক সভাপতি সেকেন্দার শাহ্, উপজেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক আলমগীর বাদশা,ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, সাবেক সাধারণ সম্পাদক মোশারফ হোসেন,অভিভাবক রহিম বকস্,হরিকান্ত রায় প্রমূখ।
অনুষ্ঠান সার্বিক সহযোগিতা ছিলেন ব্রাইট ফিউচার মডেল স্কুল এন্ড কলেজের সহকারী পরিচালক আবু সাঈদ রব্বানী, ও প্রধান শিক্ষক বিশ্ব নাথ রায়।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা উপলক্ষে পুরো মাঠে রঙ বেরঙের বেলুন ফেস্টুন রঙিন কাগজ ও ফুল দিয়ে বর্ণিল সাজে সজ্জিত করা হয়। অত্র বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সংস্কৃতিক প্রতিযোগিতায় শরীর চর্চা, ডিসপ্লে, মোরগ লড়াই, ২০০ মিটার দৌড়, লম্বা ও উচ্চ লাফ, দড়ি লাফ, বাজনা থামলে আসন কোথায়, যেমন খুশি তেমন সাজ, মটর সাইকেল স্লো রানসহ অনুষ্ঠানে শিক্ষক শিক্ষার্থী-অভিভাবক ও অতিথিদের আনন্দিত করে।
অনুষ্ঠান পরিচালনা করেন ব্রাইট ফিউচার মডেল স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক শফিকুল ইসলাম স্বপন,খেলা পরিচালনা করেন সহকারী শিক্ষক মোস্তাফিজুর রহমান।
অনুষ্ঠানে শিক্ষক,শিক্ষিকা বৃন্দ সহ-প্রতিষ্ঠানের বর্তমান ও সাবেক ছাত্র-ছাত্রী, অভিভাবক ও নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Reporter Name 


















