চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নের লক্ষীপুর স্কুল পাড়া
এলাকার ৭ম শ্রেণির এক ছাত্র রোববার বিকেল থেকে নিখোঁজ হয়েছে। নিখোঁজ
কিশোর বারঘরিয়া ইউনিয়নের লক্ষীপুর স্কুল পাড়ার মো. এনামুল হকের ছেলে নয়ন
(১৩)।
পারিবারিক সূত্রে জানা গেছে, প্রতিদিনের ন্যায় বিকেল বেলা বাড়ির পাশেই
প্রাইভেট পড়তে যায় নয়ন। সন্ধ্যা ৬টায় ছুটি হয়ে অন্যসব সহপাঠিরা বাড়ি
আসলেও নয়ন আর ফিরে আসেনি। সন্ধ্যার পর পরিবারের লোকজন নয়নকে
বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি।
নয়নের চাচা ও পরিবারের অন্য সদস্যরা জানান, আত্মীয়-স্বজনসহ সবখানেই নয়নের
খোঁজ করা হয়েছে কিন্তু কোথাও নয়নকে খুঁজে পাওয়া যায়নি। এ ঘটনায় নয়নের
বাবা সদর মডেল থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছে বলেও জানায় নিখোঁজ
নয়নের চাচা।
নিখোঁজ কিশোর নয়নের কেউ খোঁজ পেলে ০১৭৪২৩-৩৫৪৩০ এই নম্বরে অথবা থানায়
যোগাযোগ করার জন্য বলা হয়েছে পরিবার থেকে।
#কপোত নবী-২২/৭/১৯
Leave a Reply