মোঃ ফারুক হোসেন ডন
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ১৭ জনকে পুশ-ইন করেছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) মধ্যরাতে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের চাড়ালডাংগা সীমান্তের মাধ্যমে তাদের বাংলাদেশে প্রবেশ করানো হয়। বুধবার (১৪ জানুয়ারি) ভোরে বিজিবি ওইসব ব্যক্তিদের আটক করে।
বিজিবির ১৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান,ওই ১৭ জন সীমান্ত পিলার ২১৯/২৯-আর সংলগ্ন এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। তাদের আটক করা হয় শিবনগর বাজার থেকে, যা সীমান্ত থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে অবস্থিত। আটককৃতদের মধ্যে ৮ জন পুরুষ, ৫ জন নারী ও ৪ জন শিশু এবং তারা সকলেই খুলনা ও যশোরের বাসিন্দা।
বিজিবি অধিনায়ক আরো বলেন, আটককৃতরা অবৈধভাবে ভারতে প্রবেশ করে এবং ভারতীয় পুলিশের হাতে গ্রেপ্তার হয়। তারা ভারতের আগ্রা কারাগারে ৩ বছর ছিলো এবং সম্প্রতি তাদের সাজা শেষ হলে ভারতীয় পুলিশ তাদেরকে বিএসএফের কাছে হস্তান্তর করে। বিএসএফের ১২ ব্যাটালিয়ন টিলাশন ক্যাম্পের সদস্যরাই তাদের বাংলাদেশে পুশ-ইন করেছিলো বলে জানান তিনি।

Reporter Name 


















