নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ২৮ জুলাই রবিবার বিকেল সাড়ে ৪ দিকে ১ কেজি গাজাসহ ১ জনকে আটক করেছে ভোলাহাট থানা পুলিশ।
জানা গেছে গোপন সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জ নাসির উদ্দিন মন্ডলের নেতৃত্বে তার সংগীয় কয়েকজন পুলিশ নিয়ে উপজেলার জামবাড়িয়া ইউনিয়নের খাসপাড়া নামক স্থানে বিকেল সাড়ে ৪টার দিকে ১কেজিসহ আসামীকে হাতে-নাতে আটক করা হয়।
আটককৃত ব্যক্তি মুকুল (২২) শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের বাগিচাপাড়া গ্রামের আকালুর ছেলে।
এ ব্যাপারে ভোলাহাট থানা অফিসার ইনচার্জ নাসির উদ্দিন মন্ডলের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আসামীর বিরুদ্ধে থানায় মামলা হয়েছে,আগামীকাল কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হবে বলে জানায়।
Leave a Reply