নিজস্ব প্রতিবেদক :
আসন্ন নির্বাচনকে সামনে রেখে গণসংযোগ ও জনমত সৃষ্টির লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে উঠান বৈঠক ও দোয়া মাহফিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২১ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় উপজেলার ১নং ভোলাহাট ইউনিয়নের ঝাউবোনা গ্রামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ইউনিয়ন জামায়াতের আমির মো. তাজামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ড. মু. মিজানুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির মাওলানা সামসুজ্জামান আলকেশ, জেলা কর্মপরিষদ সদস্য গোলাম কবির গোলাপ এবং সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. লোকমান আলী। এছাড়াও স্থানীয় জামায়াত ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ গ্রামবাসী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ড. মু. মিজানুর রহমান বলেন, “একটি ইনসাফভিত্তিক সমাজ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে।” তিনি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের বিজয় নিশ্চিত করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
আলোচনা শেষে দেশের শান্তি, সমৃদ্ধি ও বিজয়ের কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

Reporter Name 


















