নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৯০ বোতল ফেনসিডিলসহ ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
শিবগঞ্জ উপজেলার গোলাপ বাজার এলাকার একটি আম বাগানে ও খাসেরহাট ইউনিয়নের ভুমি অফিসের পেছনে অভিযান হয়। এসআই আবু আব্দুল্লাহ জাহিদ পিপিএম ও এসআই অনুপ কুমার সরকারের নেতৃত্বে ডিবির দুটি টিম অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তারকৃতরা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার নওদাপাড়া আন্ধাপুকুর এলাকার গোলাম মোর্তোজার ছেলে মোস্তাফিজুর রহমান মিলন (২৬) ও
একই উপজেলার সাধারীটোলা বিনোদপুর ইউনিয়নের
মৃত মমতাজ আলীর ছেলে মোঃ আখতারুল ইসলাম ( ৫৩)।
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ ওসি আলহাজ্ব বাবুল উদ্দিন সরদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে ২৩ মার্চ সোমবার বিকেল সাড়ে ৫টা ও ২৪ মার্চ মঙ্গলবার রাত সাড়ে ১১ টার দিকে অভিযান দুটি পরিচালনা করা হয়। এ দুটি ঘটনায় শিবগঞ্জ থানায় দুটি মামলা দায়ের করা হয়েছে। -কপোত নবী।
Leave a Reply