শিরোনাম
রাণীনগরে আলোচিত মাদক ব্যবসায়ী গ্রেফতার-বরেন্দ্র নিউজ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলি বাংলাদেশি যুবক আহত -বরেন্দ্র নিউজ ভোলাহাট সদর ইউপির শীতার্তদের মাঝে কম্বল বিতরণ-বরেন্দ্র নিউজ ভোলাহাটে ইউএনওর বিরুদ্ধে বিক্ষোভ-বরেন্দ্র নিউজ সাপাহারে ফসলী জমি কেটে নির্ধারিত স্থানে পানির লাইন না বসিয়ে অর্থের বিনিময়ে অন্য স্থানে বসানোর অভিযোগ-বরেন্দ্র নিউজ বাংলাদেশকে জুলুম অত্যাচার হাত থেকে রক্ষা করতে ইসলামী রাষ্ট্রের বিকল্প নেই-অধ্যাপক মুজিবুর রহমান খুলনার দাকোপ ছাত্র লীগের জন্মদিন পালনে আটক-৩-বরেন্দ্র নিউজ সাপাহারে স্বাস্থ্যসেবা ক্যাম্পেইনে অনুষ্ঠিত-বরেন্দ্র নিউজ গণ অধিকার পরিষদের কুড়িগ্রাম জেলা কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন-বরেদ্র নিউজ সীমান্তবর্তী উপজেলা ডিমলায় শতাধিক এতিম শিশুকে ইউএনওর কম্বল উপহার-বরেন্দ্র নিউজ সাপাহারে ছাত্রদলের অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ সভা-বরেন্দ্র নিউজ
ভোলাহাটে মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত-বরেন্দ্র নিউজ

ভোলাহাটে মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত-বরেন্দ্র নিউজ

মোঃ জামিল হোসেন, ভোলাহাট:
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে বাচ্চামারী যুব সংঘের আয়োজনে মিনিবার ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলাটি ২২ আগষ্ট বৃহস্পতিবার বিকেলে বাচ্চামারী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। খেলায় সভাপতিত্ব করেন, বাচ্চামারী যুব সংঘের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান গরিবুল্লাহ দবির।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলাহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রভাষক রাব্বুল হোসেন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আলহাজ মোক্তারুল ইসলাম,হাবিবুর রহমান মেম্বার,হাতিমতাই কবিরসহ অন্যারা।
শিবগঞ্জ পিঠালিতলা ফুটবল দল ও মুসলিম নগর বংগবন্ধু ক্লাব ও পাঠাগার চূড়ান্ত মিনিবার ফুটবল টুর্ণামেন্টে অংশ গ্রহণ করেন।

মোট ৩০ মিঃ ৩০ মিঃ করে ১ ঘন্টার খেলার শুরুর ২০ মিনিটের মাথায় শিবগঞ্জ ফুটবল দল মুসলিমগগর ফুটবল দলকে একটি গোল দেয়।বিরতির পরে আর একটি গোল দেওয়ায় ২-০ গোলে জয় ছিনিয়ে নেয় শিবগঞ্জ পিঠালিতলা ফুটবল দল।
খেলা শেষে চ্যাম্পিয়ন দল শিবগঞ্জ পিঠালিতলা ফুটবল দলকে ৭ হাজার টাকা ও চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন অতিথিগণ।
এ সময় আগত অতিথি ও শেষ্ঠ খেলোয়াড়দেরকেও পুরুস্কার তুলে হয়।

পরে রানারআপ মুসলিম নগর বংগবন্ধু ক্লাব ও পাঠাগারকে ৩ হাজার টাকা ও চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেয়া হয়। খেলাটির প্রধান পরিচালক হিসেবে ছিলেন, মিজানুর রহমান মাষ্টার, সহকারী হিসেবে ছিলেন, আমিরুল ইসলাম ও রুহুল আমিন ডলার।

এ সময় বক্তারা বলেন,জাতি ও সমাজ গঠনে এ ধরনের খেলার কোন বিকল্প নেই।এ খেলার জন্য সবধরনের সহযোগিতার জন্য পাশে আছি থাকবো।শেষে আয়োজকদের ধন্যবাদ জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




<figure class=”wp-block-image size-large”><img src=”http://borendronews.com/wp-content/uploads/2020/07/83801531_943884642673476_894154174608965632_n-1-1024×512.jpg” alt=”” class=”wp-image-17497″/></figure>

© All rights reserved © 2019 borendronews.com
Design BY LATEST IT