নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জে বাল্য বিয়ে দেবার অপরাধে ২ জন ব্যক্তিকে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। দন্ডপ্রাপ্ত একজন হচ্ছে কনের বাবা শিবগঞ্জ উপজেলার গোলাপের হাট সতের রশিয়া চামা গ্রামের মৃত সাজ্জাদ আলীর ছেলে আকলেশ (৪৫) ও বরের বাবা চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার কালীনগর সাবানিয়া গ্রামের হাসিম উদ্দিনের ছেলে মো, ময়েজ উদ্দিন (৫৭)।
জানা যায়, বৃহস্পতিবার রাতে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের কালীনগর সাবানিয়া এলাকায় বাল্য বিয়ের আয়োজন করা হচ্ছে এমন খবর আসে উপজেলা নির্বাহী অফিসার মো. আলমগীরের হোসেনের কাছে।
খবর পাবার পরে সে এলাকায় বাল্য বিয়ে বন্ধ করতে অভিযান চালায় নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের বিচারক মো. আলমগীর হোসেন।
পরে কনের বাবা ও বরের বাবাকে বাল্য বিয়ে দেবার অপরাধে বাল্য বিয়ে নিরোধ আইনে আকলেশকে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড ও ময়েজ উদ্দীনকে ২ বছর বিনাশ্রম কারাদন্ড প্রদান করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন বিচারক আলমগীর হোসেন।[কপোত নবী]
Leave a Reply