চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আব্দুল কাদেরকে বদলী জনিত কারণে বিদায়ী সংবর্ধণা দিয়েছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসকের কক্ষে জেলা প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে এই সংবর্ধণা দেয়া হয়। এসময় বিদায়ী শুভেচ্ছা জানান জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক।
উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট দেবেন্দ্র নাথ উরাঁও, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ.কে.এম তাজকির উজ জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাশরুবা ফেরদৌস, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আনিছুর রহমান খাঁনসহ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেটগণ। বিদায়ী চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আব্দুল কাদেরের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক।
এদিকে, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আব্দুল কাদেরকে বদলীজনিত কারণে বিদায়ী সংবর্ধনা দিয়েছে ‘দর্পণ’ পরিবার।
বৃহস্পতিবার দুপুরে জেলা শহরের বাবু গিরিশ চন্দ্র মৌলিক মার্কেটের ৪র্থ তলায় “দৈনিক চাঁপাই দর্পণ” এর নিজস্ব কার্যালয়ে মো. আব্দুল কাদেরের হাতে বিদায়ী উপহার তুলে দেয়া হয় দর্পণ পরিবারের পক্ষ থেকে।
এ সময় উপস্থিত ছিলেন “দৈনিক চাঁপাই দর্পণ” এর প্রকাশক ও সম্পাদক এবং ‘দর্পণ টিভি’র ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল ইসলাম রঞ্জু, “চাঁপাই দর্পণ” উপদেষ্টা পরিষদের সদস্য এনামুল হক তুফানসহ ‘দর্পণ’ পরিবারের সদস্যরা। বিদায়ী চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আব্দুল কাদেরের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন ‘দর্পণ’ পরিবারের সদস্যরা।
Leave a Reply