বগুড়ার ধুনটে মাদক কেনার টাকা না পেয়ে মাকে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগে গ্রেফতার হয়েছে ছেলে। রোববার বিকেলে আগুনে দগ্ধ মা খুকি বেগম রাতে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। পুলিশ অভিযুক্ত ছেলে সোহানুর রহমান খোকনকে গ্রেফতার করেছে।
নিজস্ব প্রতিবেদক: জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার গাজীউর রহমান যমুনা নিউজকে জানান, উপজেলার চিকাশী ইউনিয়নের গজারিয়া গ্রামের সোহানুর রহমান খোকন দীর্ঘদিন ধরেই মাদকাসক্ত। মাদকের টাকা নেয়ার জন্য প্রায়ই বাসায় তাণ্ডব চালাতেন। রোববার বিকেলেও মাদকের টাকা নিয়ে মায়ের সাথে বাকবিতণ্ডা হয় খোকন। এক পর্যায়ে মাকে ঘরের খাটের সঙ্গে বেঁধে মোটরসাইকেল থেকে পেট্রোল নিয়ে মায়ের গায়ে আগুন ধরিয়ে দেয় খোকন। খুকী বেগমের চিৎকারে প্রতিবেশিরা তাকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
গাজীউর আরও জানান, আগুনে খুকী বেগমের শরীরের ৭০-৮০ শতাংশ দগ্ধ হয়ে যায়। রাত ৯টার দিকে মারা যান তিনি। ঘটনার পরপরই স্থানীয়রা আটক করেন খোকনকে। পরে পুলিশ তাকে গ্রেফতার করেছে।
Leave a Reply