মনিরুল ইসলাম , সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁরঘ সাপাহারে পুলিশের পৃথক দুটি অভিযানে ২৭০ বোতল ফেন্সিডিল সহ আব্দুল আলিম (৩৭) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। আব্দুল আলিম উপজেলার করমুডাঙ্গা গ্রামের আলতাব হোসেনের ছেলে।
থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাই জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে থানার উপ-পরিদর্শক (এসআই) ইমরান হোসেন সঙ্গীয় ফোর্সসহ উপজেলার পাগলার মোড় নামক এলাকায় অভিযান চালিয়ে ২০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। এ সময় মাদক ব্যবসায়ী পতœীতলা উপজেলার রাধানগর গ্রামের আব্দুল জব্বারের পুত্র আলম (৩৯) পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। এ বিষয়ে তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের হয়েছে।
অপরদিকে মঙ্গলবার রাতে থানার উপ-পরিদর্শক (এসআই) রইচ উদ্দীন সঙ্গীয় ফোর্সসহ উপজেলার করমুডাঙ্গার মাদক ব্যবসায়ী আব্দুল আলিমের বাড়িতে অভিযান চালিয়ে ৭০ বোতল ফেন্সিডিল সহ গ্রেফতার করে। এ ব্যাপারে তার বিরুদ্ধে থানায় মাদক দ্রব্যনিয়ন্ত্রন আইনে মামলা করে বুধবার নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply