নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : আগামী ১৪ অক্টোবর চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে ঘিরে বাংলাদেশ আওয়ামী লীগ চাঁপাইনবাবগঞ্জে অ্যাডভোকেট নজরুল ইসলামকে দলীয় মনোনয়ন দিয়েছে চেয়ারম্যান প্রার্থী হিসেবে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবার উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেবেন। তাই এ নির্বাচন এবার বেশ হাড্ডাহাড্ডি লড়ায় হবে বলে মনে করা হচ্ছে। মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জে বিএনপির প্রার্থী প্যানেল ঘোষণা করা হয়েছে।
বিএনপির যুগ্ম মহাসচিব ও সংসদ সদস্য হারুনুর রশীদ প্যানেলে চেয়ারম্যান পদে জাতীয়তাবাদী কৃষক দল চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আহŸায়ক, সদর উপজেলা বিএনপির সভাপতি ও ঝিলিম ইউনিয়নের চেয়ারম্যান মো. তসিকুল ইসলামকে নির্বাচন করেছেন।
ভাইস চেয়ারম্যান পদে চাঁপাইনবাবগঞ্জ পৌর বিএনপির যুগ্ম-সম্পাদক মো. নজরুল ইসলামকে নির্বাচন করা হয়েছে বিএনপির প্রার্থী হিসেবে।
এ ছাড়াও মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করা হয়েছে নারী নেত্রী মোসা. শরিফা খাতুন ডেজীকে বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচন করা হয়েছে।
বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করায় হাড্ডাহাড্ডি লড়ায় হবে বলে মনে করছেন সূধী মহল। কে জিতবে আর কে হারবে তার জন্য এখন অপেক্ষা করতে হবে ১৪ অক্টোবর পর্যন্ত ।
Leave a Reply