নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য তনয়া, আওয়ামী লীগের সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন উপলক্ষে জাতীয় শ্রমিক লীগ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার রাত ৯টার দিকে পৌর এলাকার মিস্ত্রি পাড়ায় শ্রমিক লীগের নিজস্ব পার্টি অফিসে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিনে কেক কাটেন নেতৃবৃন্দ। শেষে এক দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শতায়ু ও সুস্বাস্থ্য কামনার পাশাপাশি দেশ ও জাতির উন্নতি ও সমৃদ্ধি কামনা করা হয়।
দোয়া পরিচালনা করেন, জাতীয় শ্রমিক লীগ জেলা শাখার আহ্বায়ক মো. শহিদুল ইসলাম রানা। কেক কাটা ও আলোচনা সভা সঞ্চালন করেন, জাতীয় শ্রমিক লীগ জেলা শাখার সদস্য সচিব মাহাবুব হাসান ঋতু।
এ সময় উপস্থিত ছিলেন, জাতীয় শ্রমিক লীগ জেলা শাখার যুগ্ম-আহ্বায়ক ডা. মুন্সী নজরুল ইসলাম সুজন, সদস্য মো. মানিক ও মো. শাহালাল বাদশা, আব্দুর রাজ্জাক, জুয়েলসহ অন্যরা।
Leave a Reply