শিরোনাম
রাণীনগরে আলোচিত মাদক ব্যবসায়ী গ্রেফতার-বরেন্দ্র নিউজ ভোলাহাটে নানা আয়োজনে বাংলা নববর্ষ পালিত-বরেন্দ্র নিউজ ভোলাহাটে মহানন্দা নদীতে গোসল করতে গিয়ে ডুবে ২ শিশুর মৃত্যু-বরেন্দ্র নিউজ ভোলাহাটে ৩টি মোটরসাইকেলসহ অন্তঃজেলা চোর চক্রের ৪জন গ্রেফতার-বরেন্দ্র নিউজ ঢাকাস্থ ভোলাহাট উপজেলা সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত -বরেন্দ্র নিউজ ভোলাহাটে বিশিষ্টজনদের সম্মানে জামায়াতরে ইফতার-বরেন্দ্র নিউজ ভোলাহাটে ১০ বোতল ফেনসিডিলসহ ২ জন গ্রেফতার-বরেন্দ্র নিউজ ভোলাহাটে সাংবাদিকদের সাথে ইফতার করলেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী খালেক-বরেন্দ্র নিউজ ভোলাহাটে সাবেক উপজেলা চেয়ারম্যানের সাংবাদিকদের সাথে ইফতার-বরেন্দ্র নিউজ কুড়িগ্রামে স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উদযাপন-বরেন্দ্র নিউজ ভোলাহাট উপজেলা ভাইস চেয়ারম্যান হতে চান হুসেন আলী-বরেন্দ্র নিউজ
শিবগঞ্জে উপ-নির্বাচন, কেন্দ্র নিয়ে চরম শঙ্কায় ভোটাররা-বরেন্দ্র নিউজ

শিবগঞ্জে উপ-নির্বাচন, কেন্দ্র নিয়ে চরম শঙ্কায় ভোটাররা-বরেন্দ্র নিউজ

নিউজ ডেস্ক : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ শাহবাজপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড সদস্য পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২৮ ই ফেব্রুয়ারি ২০২১ তারিখ । এই ওয়ার্ডের ভোটকেন্দ্র ভোলামারি চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় । কিন্তু ভোট দেয়াটা যেন চরম এক ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে এই ওয়ার্ডের ভোটারদের জন্য । স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েকটি নির্বাচনের প্রায় প্রত্যেকবারই ভোটের দিনে বিশৃংঙ্খলা সৃষ্টি হয়েছে এই কেন্দ্রে । এমনকি ভোট কেন্দ্রে সংঘর্ষকে কেন্দ্র করে কয়েকটি মোটরসাইকেল ভাংচুর সহ অসংখ্য মানুষ আহত হয়েছে বলেও প্রকাশ করেন এলাকাবাসী । ঐ ওয়ার্ডের ভোটার মো: সানাউল্লাহ ও রফিকুল ইসলাম সহ বেশ কয়েকজন ভোটার বলেন, ভোলামারি চাঁদপুর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রটি দীর্ঘদিন যাবৎ অত্যান্ত ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসেবেই বিবেচিত হয়ে আসছে । প্রত্যেক নির্বাচনেই এই কেন্দ্রে বহিরাগত কিছু দুর্বৃত্ত এসে বিভিন্ন বিশৃংখলা সৃষ্টি করে থাকে । আমরা জীবনের নিরাপত্তা নিয়েও শঙ্কায় রয়েছি । এমন আশংকা নিয়ে আগামী ২৮ ফেব্রুয়ারি ২০২১ শাহবাজপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের উপ-নির্বাচনে আপাতত জীবনের ভয়ে কেউ ভোট দিতে যেতে চাচ্ছে না । প্রশাসন যদি পর্যাপ্ত নিরাপত্তা দেন তাহলে আমরা ভোট দিতে যাব ।

একই ওয়ার্ডের ভোটার বীর মুক্তিযোদ্ধা মো: আফসার হোসেন বলেন, ভোলামারি চাঁদপুর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রটি একটি ঝুঁকিপূর্ণ কেন্দ্র । প্রত্যেক নির্বাচনেই এই কেন্দ্রটি ঝুঁকিপূর্ণ কেন্দ্রের তালিকায় থাকে । একজন মুক্তিযোদ্ধা হিসেবে আমি নিজের ভোট দিতে যেতেও ভয় পাচ্ছি এই কেন্দ্রে । স্বাধীন দেশে নিজের ভোট যেন আমরা নির্বিঘ্নে দিতে পারি, সরকার এবং স্থানীয় প্রশাসনের নিকট এই দাবী জানাই । তবে উক্ত কেন্দ্রের পাশে বসবাসরত মোহবুল আলম, হায়দার আলী ও শফিকুল ইসলাম নামক কয়েকজন ভোটার বলেন, এই কেন্দ্রে তেমন কোন অঘটন ঘটেনি । আমরা ভালোভাবেই এই কেন্দ্রে ভোট দিতে পারি ।

এ বিষয়ে জানতে চাইলে উক্ত নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো: মাহবুবুল কবির জানান, ভোলামারি চাঁদপুর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রটি একটি ঝুঁকিপূর্ণ ও গুরুত্বপূর্ণ কেন্দ্র বলে আমরাও অবগত আছি । সেই অনুযায়ীই নিরাপত্তা নিশ্চিত করতে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করব ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




<figure class=”wp-block-image size-large”><img src=”http://borendronews.com/wp-content/uploads/2020/07/83801531_943884642673476_894154174608965632_n-1-1024×512.jpg” alt=”” class=”wp-image-17497″/></figure>

© All rights reserved © 2019 borendronews.com
Design BY LATEST IT