মোঃ নাসিম, নাচোল
প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে তথ্য ও ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে।
আজ সোমবার বিকেল ৪ টায় নাচোল উপজেলা পরিষদ চত্বরে “তথ্যই শক্তি তথ্যই সমৃদ্ধি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসনের আয়োজনে তথ্য মেলা-২০১৯ ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও সামাজিক বনবিভাগের আয়োজনে ফলদ ও বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে। মেলা উদ্বোধনের সভাপতিত্বে করেন উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানা ।
প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন নাচোল উপজেলা চেয়ারম্যান ও সাধারন সম্পাদক মোহাঃ আব্দুল কাদের।
এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান রেজাউল করিম বাবু, উপজেলা কৃষি অফিসার বুলবুল অহম্মেদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কল্লোল কিশোর সরকার , উপজেলা নির্বাচন অফিসার আব্দুস সামাদ, সমাজ সেবা কর্মকর্তা আল গালিব,বিআরডিপি কর্মকর্তা হারুন আর রশিদ, নাচোল থানার( তদন্ত)মাহবুব আলম, একাডেমিক সুপারভাইজার ওয়ালিউল্লাহ জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী ইউসুফ আলী সহ আরো অনেকে।
৩দিন ব্যপি তথ্য মেলায় মোট ১৭টি স্টল অংশগ্রহণ করেন। স্টল গুলি তাদের পন্য ও সেবা প্রদর্শন করেন।
Leave a Reply