শিরোনাম
রাণীনগরে আলোচিত মাদক ব্যবসায়ী গ্রেফতার-বরেন্দ্র নিউজ ভোলাহাটে নানা আয়োজনে বাংলা নববর্ষ পালিত-বরেন্দ্র নিউজ ভোলাহাটে মহানন্দা নদীতে গোসল করতে গিয়ে ডুবে ২ শিশুর মৃত্যু-বরেন্দ্র নিউজ ভোলাহাটে ৩টি মোটরসাইকেলসহ অন্তঃজেলা চোর চক্রের ৪জন গ্রেফতার-বরেন্দ্র নিউজ ঢাকাস্থ ভোলাহাট উপজেলা সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত -বরেন্দ্র নিউজ ভোলাহাটে বিশিষ্টজনদের সম্মানে জামায়াতরে ইফতার-বরেন্দ্র নিউজ ভোলাহাটে ১০ বোতল ফেনসিডিলসহ ২ জন গ্রেফতার-বরেন্দ্র নিউজ ভোলাহাটে সাংবাদিকদের সাথে ইফতার করলেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী খালেক-বরেন্দ্র নিউজ ভোলাহাটে সাবেক উপজেলা চেয়ারম্যানের সাংবাদিকদের সাথে ইফতার-বরেন্দ্র নিউজ কুড়িগ্রামে স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উদযাপন-বরেন্দ্র নিউজ ভোলাহাট উপজেলা ভাইস চেয়ারম্যান হতে চান হুসেন আলী-বরেন্দ্র নিউজ
প্রতারক ভূমিদস্যুর বিরুদ্ধে দলিল বাতিলের মামলা-বরেন্দ্র নিউজ

প্রতারক ভূমিদস্যুর বিরুদ্ধে দলিল বাতিলের মামলা-বরেন্দ্র নিউজ

পঞ্চগড় প্রতিনিধিঃ একরামুল হক মুন্না

পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের কিসমত পানবাড়া এলাকায় জোর পূর্বক চাঁদাদাবী
রাতের আধারে বসতবাড়িতে আগুন, , ভূমি দখলের চেষ্টা সহ হুমকি দিয়ে ভয়-ভীতি ঘটনায় হুমকীর মুখে পড়েছেন ভুক্তভোগী মামলার বাদী। মামলা তুলে নেয়ার জন্য বিবাদীরা বাদীকে প্রতিনিয়ত প্রান নাশের হুমকি দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

১৩ ( নভেম্বর ) শনিবার মামলা সুত্রে ও সরেজমিনে গিয়ে জানাযায়, মির্জাপুর ইউনিয়নের কিসমত পানবাড়া এলাকার শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য, বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার ও মরহুম সামসুল হক এর পুত্র মোস্তফা কামাল পাশা (৮২) পেনশনের অর্থ দ্বারা ঘটনাস্থলে জমিজমা ক্রয় করিয়া স্থায়ীভাবে বসতবাড়ি নির্মাণ পূর্বক বসবাস করিয়া আসছে। আটোয়ারী উপজেলার কিসমত পানবাড়া মৌজার ১৯ নং এস. এ. ৮৭ নং খতিয়ানে সাত আনা অংশ ( ১.৮২ শতক ) মালিক নজো মোহাম্মদ জীবিত থাকা অবস্থায় ৫-২-১৯৬০ ইং ৩০০ নং দলিল মূলে হাফিজ উদ্দিন এর নিকট বিক্রি করে নিসত্যবান হন।
এদিকে মনসুর আলী, পিতাঃ মৃতঃ সফির উদ্দিন ( নেন্দ ), বদরুল আলম বাবুল পিতা-মৃত আব্দুল গফুর, কিসমত পানবাড়া, সিরাজুল ইসলাম, পিতাঃ ফজলুল করিম, খারিজা ঝলই, পঞ্চগড়। আব্দুল কাদের পিতাঃ জালাল উদ্দিন, পানবাড়া, আব্দুল করিম, পিতাঃ মৃতঃ মনির উদ্দিন, পানবাড়া, করিমা বেগম,স্বামীঃ আঃ হক সাং কদমপুর, ডাঃ ভোলাহাট, ঠাকুরগাও সাবেক খতিয়ানের মালিক মৃঃ নজো মোহাম্মদ এর পুত্র মোঃ হবিবর রহমান, গ্রামঃ কিসমত পানপাড়া, আটোয়ারী, পঞ্চগড়। ভূমি প্রতারক চক্রের একটি দল তৈরি করে এবং গত ২-৪-১৭ ইং তারিখ জেলার বাহিরের অসহায় মানুষদের বোকা বানিয়ে এবং দাতা হবিবর রহমান গং দেরকে ভুল বুঝিয়ে উপরোক্ত তফসিলের জমি সাত আনা (১.৮২ শতক) জমির অংশ
পুনরায় তার ওয়ারিশ বর্গের দের নিয়ে বায়নামা দলিল তৈরি করেন। এরপর মোস্তফা কামাল পাশা এর বিরুদ্ধে গত ৩০-১১-১৭ ইং তারিখ আটোয়ারী থানায় একটি অভিযোগ দায়ের করেন এই ভুমী চক্রটি এবং থানায় বায়নামা দলিলটিতে দেখা যায় দাতা মোঃ হাবিবুর রহমান পিতাঃ মৃত নজির উদ্দিন, গুলজান, স্বামী মৃত নজির উদ্দিন, তহমিনা স্বামীঃ জয়নুল, খোলাপাড়া, পঞ্চগড়। মমিনা স্বামীঃ মোঃ আফজাল উদ্দিন, মির্জাপুর। গ্রহীতা বাচ্চু, পিতাঃ মৃঃ ফজিবুলাহ, বাড় আউলিয়া, আটোয়ারী, প্রকাশচন্দ্র পিতা-মৃতঃ ধীর মহন, ধর্মপুর, ঠাঁকুরগাঁও। সিরাজুল ইসলাম, পিতাঃ মিজানুর রহমান, মাগুরা পঞ্চগড়।

এই কারণে মোস্তফা কামাল পাশা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে এম. আ. ৯৩/১৭ মামলা করেন। মামলার রায় তার পক্ষে আসলে। এরপর তিনি আদালত এর রায়ের কপি সহ জেলা পুলিশ সুপার ও ১ নং মির্জাপুর ইউনিয়নের চেয়ারম্যানকে লিখিত অভিযোগ দিলে তাদের আটোয়ারী থানার মাধ্যমে সতর্কীকরণ নোটিশ প্রদান করেন। এদিকে মোস্তোফা কামাল পাশা গত ২৬-৯-২০১৭ ইং জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন। ১৬-০১-২০১৮ ইং মাননীয় সংসদ সদস্য -১ বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন। ১৪-১১-২০১৯ ইং তারিখে মাননীয় মন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন।

এরপর দাতাঃ মোঃ হবিবর রহমান, গং এর কাছ থেকে এই গ্রহীতাঃ প্রতারক চক্রটি
মনসুর আলী, পিতাঃ মৃতঃ সফির উদ্দিন নেন্দ, কিসমত পানবাড়া, সিরাজুল ইসলাম, পিতাঃ ফজলুল করিম, খারিজা ঝলই, পঞ্চগড়। আব্দুল কাদের পিতাঃ জালাল উদ্দিন, পানবাড়া, বদরুল আলম বাবুল, পিতা-মৃত আব্দুল গফুর, কিসমত পানবাড়া, আব্দুল করিম, পিতাঃ মৃতঃ মনির উদ্দিন, পানবাড়া, করিমা বেগম,স্বামীঃ আঃ হক সাং কদমপুর, ডাঃ ভোলাহাট, ঠাকুরগাও পুনরায় নিজেদের নামে জমিটি রেস্টি করেন গত ১০-৪-২০১৮ ইং সালে যাহার দলিল নং ১৬০০। রেস্টি দলিল প্রতারণা মূলক তৈরি করার কারণে মোস্তফা কামাল পাশা বাদী হয়ে প্রতারক গণের বিরুদ্ধে দলিল বাতিলের জন্য আদালতে একটি মামলা দায়ের করেন যাহার মামলা নং ২২/১৯ মামলা বর্তমান চলমান। এতে প্রতীয়মান হয় যে আসামী পক্ষ দূদার্ন্ত প্রকৃতির, চাঁদাবাজ, ভুমিদশু ও ত্রাশ ব্যক্তি প্রমাণিত। আসামী মন্ছুর আলী বাদীকে জেলহাজত খাটার উদ্দেশ্যে গত ২২-০৭-২০১৮ ইং তারিখে দঃ বিঃ পিটিশন ৩৫৬/১৮ নং মামলা আনয়ন করেন। উক্ত মামলাটি তদন্তে মিথ্যা প্রমাণিত হওয়ায় বিঙ্গ আদালত মামলাটি খারিজ করে দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




<figure class=”wp-block-image size-large”><img src=”http://borendronews.com/wp-content/uploads/2020/07/83801531_943884642673476_894154174608965632_n-1-1024×512.jpg” alt=”” class=”wp-image-17497″/></figure>

© All rights reserved © 2019 borendronews.com
Design BY LATEST IT