শিরোনাম
রাণীনগরে আলোচিত মাদক ব্যবসায়ী গ্রেফতার-বরেন্দ্র নিউজ ভোলাহাটে নানা আয়োজনে বাংলা নববর্ষ পালিত-বরেন্দ্র নিউজ ভোলাহাটে মহানন্দা নদীতে গোসল করতে গিয়ে ডুবে ২ শিশুর মৃত্যু-বরেন্দ্র নিউজ ভোলাহাটে ৩টি মোটরসাইকেলসহ অন্তঃজেলা চোর চক্রের ৪জন গ্রেফতার-বরেন্দ্র নিউজ ঢাকাস্থ ভোলাহাট উপজেলা সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত -বরেন্দ্র নিউজ ভোলাহাটে বিশিষ্টজনদের সম্মানে জামায়াতরে ইফতার-বরেন্দ্র নিউজ ভোলাহাটে ১০ বোতল ফেনসিডিলসহ ২ জন গ্রেফতার-বরেন্দ্র নিউজ ভোলাহাটে সাংবাদিকদের সাথে ইফতার করলেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী খালেক-বরেন্দ্র নিউজ ভোলাহাটে সাবেক উপজেলা চেয়ারম্যানের সাংবাদিকদের সাথে ইফতার-বরেন্দ্র নিউজ কুড়িগ্রামে স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উদযাপন-বরেন্দ্র নিউজ ভোলাহাট উপজেলা ভাইস চেয়ারম্যান হতে চান হুসেন আলী-বরেন্দ্র নিউজ
চারঘাটে পুকুর গিলে খাচ্ছে পাকা রাস্তা-বরেন্দ্র নিউজ

চারঘাটে পুকুর গিলে খাচ্ছে পাকা রাস্তা-বরেন্দ্র নিউজ

চারঘাট প্রতিনিধিঃ কোটি টাকা ব্যয়ে নির্মিত রাস্তাকে ব্যবহার করা হচ্ছে পুকুরের পাড় হিসাবে। তাতে বছর না যেতেই রাস্তা ধ্বসে পড়ছে পুকুরের পানিতে। চারঘাট উপজেলার গ্রামীণ জনপদের পাকা রাস্তাগুলো এভাবেই একের পর এক পুকুরে বিলীন হয়ে যাচ্ছে। উপজেলার ২৩৩টি রাস্তার প্রায় আড়াই শতাধিক স্থান ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। সংশ্নিষ্টদের অবহেলা ও নজরদারির অভাবে প্রতি বছর এসব রাস্তার ভাঙন রোধে সরকারের লাখ লাখ টাকা ব্যয় হচ্ছে। চারঘাট উপজেলা প্রকৌশল বিভাগ সূত্রে জানা গেছে, উপজেলার ১১৪ টি গ্রামে ২৩৩ টি রাস্তা রয়েছে। রাস্তার মোট দৈর্ঘ্য প্রায় ৪৬৪ কিলোমিটার। এর মধ্যে পাকা রাস্তা রয়েছে প্রায় ২৫০ কিলোমিটার। প্রত্যেকটি গ্রামীণ এলাকায় রাস্তার ধারে রয়েছে অসংখ্য পুকুর। রাস্তাকে পাড় হিসেবে ব্যবহার করে একের পর এক নতুন পুকুর খনন করছে স্থানীয় প্রভাবশালীরা।

স্থানীয়দের অভিযোগ, এসব রাস্তা-ঘেঁষে পুকুর খনন করায় ধীরে ধীরে রাস্তা ভেঙে পুকুরের মধ্যে বিলীন হয়ে যাচ্ছে। আর রাস্তার ভাঙন রোধে প্রতি বছর বিভিন্ন প্রকল্পের মাধ্যমে প্যালাসাইড তৈরি করতে হচ্ছে। ফলে প্রতি বছর সরকারের লাখ লাখ টাকা শুধু রাস্তা রক্ষায় ব্যয় হচ্ছে। তাছাড়া সংশ্নিষ্টদের অবহেলা ও নজরদারি না থাকায় নিয়মনীতি উপেক্ষা করে একের পর এক পুকুর খনন অব্যাহত থাকলেও এর বিরুদ্ধে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না।

উপজেলার পৌরসভা ও ছয় ইউনিয়ন পরিষদের দেওয়া তথ্যমতে, সদর ইউনিয়নে প্রায় ৩৫টি, ভায়ালক্ষীপুর ইউনিয়নে ৩২টি, নিমপাড়া ইউনিয়নে ৩৬টি, সরদহ ইউনিয়নে ২৯টি, শলুয়া ইউনিয়নে ৩৮টি ও পৌরসভায় ২৯টি স্থানে ঝুঁকিপূর্ণ পুকুর পাড় রয়েছে। এসব স্থানে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে পরিবহন ও পথচারীদের। প্রতিবছর এসব রাস্তা মেরামতে কোটি কোটি টাকা জলে পড়ছে।

এদিকে, গ্রামীণ রাস্তার পাশে পুকুর খননে সতর্ক করেছে স্থানীয় সরকার বিভাগ। সম্প্রতি এ সংক্রান্ত একটি পরিপত্রে বলা হয়েছে, রাস্তার ধার ঘেঁষে পুকুর বা খাল বা কূপ অথবা সেচনালা তৈরি করলে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে নিজ খরচে সুরক্ষা ঢাল নির্মাণ করতে হবে। এক্ষেত্রে কোনো অসুবিধার সৃষ্টি হলে কর্তৃপক্ষ বিল্ডিং কন্সট্রাকশন আইনের ৩ নং ধারা অনুসারে আইনের ৩ ধারার (৩) উপধারা অনুযায়ী ১৫ দিনের মধ্যে তা অপসারণ, খনন বা পুনঃখনন, বন্ধ বা ভরাট করার আদেশ দিতে পারেন।এছাড়াও দণ্ডবিধি, ১৮৬০ এর ধারা ৪৩১ অনুযায়ী সরকারি রাস্তার ক্ষতিসাধন ফৌজদারি দণ্ডনীয় অপরাধ। এই আইনে ৫ বছরের কারাদণ্ড বা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হওয়ার বিধান রয়েছে।

উপজেলার পরানপুর এলাকার বাসিন্দা খাইরুল ইসলাম বলেন, গ্রামের রাস্তা নির্মাণের বছর না ঘুরতেই পুকুরে বিলীন হচ্ছে। পুকুর খননকারীরা এতটাই প্রভাবশালী এ বিষয়ে প্রশাসন ব্যবস্থা নেয় না। এতে সরকারি টাকা অপচয় হচ্ছে আর আমাদের ভোগান্তি পোহাতে হচ্ছে। চারঘাট সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমান বলেন, আমরা এ বিষয়ে পুকুর মালিকদের সতর্ক করলেও তার শুনছেন না। পুকুরে সার প্রয়োগে অল্প দিনেই কোটি টাকার রাস্তা পুকুরে বিলীন হচ্ছে। সরকারি টাকা এত পুকুরের পাড় মেরামত সম্ভব না। আমরা পুকুর গুলোর তালিকা করে উর্ধতন কতৃপক্ষকে জানাবো।

উপজেলা প্রকৌশলী নুরুল ইসলাম জানান, আমরা সরকারী টাকায় রাস্তা গুলো তৈরি করি। অথচ সেই রাস্তা কিছু দিন না যেতেই পুকুরে ধসে পড়ছে। ব্যক্তিগত পুকুরের জন্য সরকারী সম্পদ নষ্ট করা আইনগত অপরাধ। উপজেলা সমন্বয় সভায় আলোচনা করে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




<figure class=”wp-block-image size-large”><img src=”http://borendronews.com/wp-content/uploads/2020/07/83801531_943884642673476_894154174608965632_n-1-1024×512.jpg” alt=”” class=”wp-image-17497″/></figure>

© All rights reserved © 2019 borendronews.com
Design BY LATEST IT