সাইফুর রহমান শামীম,কুড়িগ্রাম :
কুড়িগ্রাম মা ও শিশু স্বাস্থ্য প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার কুড়িগ্রাম মহিলা বিষয়ক অধিদপ্তর কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মহিলা বিষয়ক অধিদফতরের উপপরিচালক জেবুন নেছা। স্থানীয় বসরকারি সংগঠন ফাইট আনটিল লাইট (ফুল) যুব সংস্থ অনুষ্ঠানের আয়োজন করে।
এসময় বক্তব্য রাখেন পৌর মেয়র কাজিউল ইসলাম, সিনিয়র সাংবাদিক হুমায়ুন কবির সূর্য, ভোগডাঙ্গা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সাইদুর রহমান, যাত্রাপুর ইউপি চেয়ারম্যান আব্দুল গফুর, ঘোগাদহ ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, হলোখানা ইউপি চেয়ারম্যান রেজাউল করিম রেজা, পাঁচগাছী ইউপি চেয়ারম্যান আব্দুল বাতেন সরকার, বেলগাছা ইউপি চেয়ারম্যান মোঃ লিটন মিয়া, মোগলবাসা ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মিলন, ফুল এনজিও’র নির্বাহী পরিচালক আব্দুল কাদের প্রমুখ।
অবহিতকরণ সভায় বলা হয়, ২বছর মেয়াদী প্রকল্প প্রতিটি ইউনিয়নের ওয়ার্ড থেকে ক্রাইটারিয়ার ভিত্তিতে ৫৫ জন উপকারভোগী বিনামূল্য ৬০ হাজার টাকা পর্যন্ত চিকিৎসা সেবা পাবেন। প্রকল্পে আর্থিকভাব সহযোগিতা করেছে প্রবাসজন ও রিলটিভ এবং কারিগরি সহযোগিতা করেছে কুড়িগ্রাম জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর। প্রথম পর্যায়ে কুড়িগ্রাম সদর উপজেলায় কার্যক্রম শুরু করা হবে। এরপর পর্যায়ক্রমে আরো ৫টি উপজেলায় কার্যক্রম সম্প্রসারিত করা হবে বলে অবহিতকরণ সভায় উল্লেখ করা হয়।
Leave a Reply