সারোয়ার হোসেন, তানোর: আগামীর গোদাগাড়ী উপজেলার কাঁকন হাট পৌর আওয়ামী লীগের নেতৃত্বে সাইফুর রহমান বকুলের কোন বিকল্প নেই। কাঁকন হাট পৌর আওয়ামী লীগের তৃণমূল থেকে শুরু করে সবখানে রয়েছে সাইফুর রহমান বকুলের আকাশ ছোঁয়া জনপ্রিয়তা। যা এতো অল্প সময়ের মধ্যে আর কোন নেতার হয়নি। এতে করে আগামী কাঁকন হাট পৌর আওয়ামী লীগের সম্মেলনে সাধারণ সম্পাদক হিসেবে মূল নেতৃত্বে সাইফুর রহমান বকুলকে দেখতে চেয়ে আওয়াজ তুলেছেন নেতাকর্মী সমর্থকরা। জানা গেছে,সাইফুর রহমান বকুল বর্তমানে কাঁকন হাট পৌর আওয়ামী লীগের সাত নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি বাংলাদেশ জাতীয় শ্রমিক লীগের কাঁকন হাট পৌর শাখার আহ্বায়কের দায়িত্ব পালন করছেন। কাঁকন হাট পৌর আওয়ামী লীগের বেশকিছু নেতাকর্মীরা জানান,সাইফুর রহমান বকুল আওয়ামী লীগের জন্য একটি নিবেদিত প্রান। সে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হলেও সবসময় পৌর আওয়ামী লীগের নেতৃত্ব চাঙ্গা করতে অক্লান্ত পরিশ্রম করে যান। যেকোনো সভা সমাবেশ বা উঠান বৈঠকে এক ডাকে শতশত নেতাকর্মীদের নিয়ে হাজির হন সাইফুর রহমান বকুল। এমনকি উপজেলা আওয়ামী লীগ হোক আর পৌর আওয়ামী লীগের নেতাকর্মী হোক যেকোন সময় বিপদ আপদে পড়লে ছুটে যান তিনি। এতে রাত বা দিন সবসময় তিনি নিজেকে আওয়ামী লীগের ভ্যানগার্ড হিসেবে ব্যবহার করেন। যার ফলে তৃণমূল থেকে শুরু করে আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মী সমর্থকদের মধ্যে সাইফুর রহমান বকুলের জনপ্রিয়তা তুঙ্গে। ফলে আগামী কাঁকন হাট পৌর আওয়ামী লীগের সম্মেলনে সাধারণ সম্পাদক হিসেবে সাইফুর রহমান বকুলকেই দেখতে চান নেতাকর্মীরা। বর্তমান কাঁকন হাট পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র আব্দুল মজিদ বলেন,সাইফুর রহমান কবুল একজন আওয়ামী লীগ প্রেমী বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী রাজনৈতিক অঙ্গনে পথচলা আওয়ামী লীগ নেতা। তার মতো নেতাকেই ওয়ার্ড থেকে তুলে এনে পৌর আওয়ামী লীগের নেতৃত্ব দেয়া দরকার। আমিও কেন্দ্রে ও জেলা উপজেলার নেতাদের আগামী কাঁকন হাট পৌর আওয়ামী লীগের সম্মেলনে সাধারণ সম্পাদক হিসেবে সাইফুর রহমান বকুল নির্বাচিত করার জন্য। তার মতো নেতা আওয়ামী লীগে নিবেদিত প্রান।
Leave a Reply