মো: তোফাজ্জল হোসেন, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অফিসার্স ক্লাবে ঐতিহাসিক মুজিবনগর দিবস ও বাংলাদেশ স্বাধীনতা শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) রাজ কুমার বিশ্বাস এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান, সাবেক জাতীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য মোঃ আমিনুল ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন থানার ওসি সুব্রত কুমার সরকার, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. ওসমান গনি, উপজেলা শিক্ষা অফিসার মো. আবুল কালাম আজাদ, উপজেলা প্রকৌশলী মো. জিবরীল আহমেদ ও উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মো. আবুল কালাম আজাদ। এসময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
Leave a Reply