– ফাইল ছবি
চলতি বছরের ২ নভেম্বর জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) এবং আগামী বছরের (২০২০) পহেলা ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য এসএসসি ও সমমানের পরীক্ষা শুরুর তারিখ অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। মন্ত্রণালয়ের ওয়েবসাইটে বুধবার অনুমোদিত সূচি প্রকাশ করা হয়েছে। এখন আন্তঃবোর্ড সমন্বয় সাব-কমিটি এ সূচি প্রকাশ করবে।
এবার ১ নভেম্বর শুক্রবার হওয়ায় ২ নভেম্বর থেকে জেএসসি ও জেডিসি পরীক্ষা শুরু হয়ে শেষ হবে ১১ নভেম্বর। জেএসসি পরীক্ষার সূচি অনুসরণ করে মাদ্রাসা শিক্ষা বোর্ড জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার সূচি প্রকাশ করবে বলে মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান।
২০২০ সালে এসএসসি পরীক্ষা শেষ হবে ২২ দিনে। অর্থাৎ পহেলা ফেব্রুয়ারি শুরু হয়ে ২২ ফেব্রুয়ারি লিখিত পরীক্ষা শেষ হবে। পাবলিক পরীক্ষা নেয়ার সময় ধীরে ধীরে আরও কমিয়ে আনা হবে বলে গত কয়েক বছর ধরে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছিল। সূচি অনুযায়ী এসএসসি ও সমমানের পরীক্ষা সংগীতসহ সব বিষয়ের ব্যবহারিক পরীক্ষা ২৩ থেকে ২৯ ফেব্রুয়ারির মধ্যে শেষ করতে হবে।
Leave a Reply