স্টাফ রিপোর্টার : চাঁপাইনবাবগঞ্জসহ বাংলাদেশের ৬৪ জেলায় কমিউনিটি ভিশন সেন্টার স্থাপন করা হবে। ২০২০ সালেই দেশের ৬৪টি জেলায় কমিউনিটি ভিশন সেন্টারের মাধ্যমে চক্ষুসেবা কেন্দ্র স্থাপন করে উন্নত চিকিৎসা সেবা প্রদান করার উদ্যোগ নিয়েছে সরকার।
সাম্প্রতিক এক সভায় গণমাধ্যম কর্মীদের এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
জানা গেছে, বাংলাদেশে বর্তমানে সাড়ে ৭ লাখ অন্ধ মানুষ রয়েছে। চোখের অন্যান্য সমস্যাগ্রস্ত মানুষের সংখ্যা ৬০ লাখেরও বেশি। মানুষের চোখের চিকিৎসায় সব ধরনের সহযোগিতায় উদ্যোগের কোনো রকম ঘাটতি রাখা হবে না। সে লক্ষ্যেই সরকার এ উদ্যোগটি গ্রহণ করেছে।
দেশের ৬৪টি জেলাতেই চক্ষু চিকিৎসক পদায়ন-সহ প্রতিটি উপজেলায় কমিউনিটি ভিশন সেন্টার স্থাপন করা হবে।
উল্লেখ্য, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে ২০০৭-২০১১ সময়ের জন্য দেশে প্রথম চক্ষু চিকিৎসা অপারেশন প্ল্যান, ২০১১-২০১৬ সময়ের জন্য দ্বিতীয় অপারেশন প্ল্যান ও ২০১৭-২০২২ সময়ের জন্য তৃতীয় অপারেশন প্ল্যান গ্রহণ করা হয়েছে।-কপোত নবী।
Leave a Reply