নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ পেয়েছ বিশিষ্ট ছড়াকার ও তরুন কবি তোফায়েল প্রধান-এর প্রথম ছড়াগ্রন্থ ‘শুকরিয়া’। ছড়াগ্রন্থটি পাওয়া যাবে এবারের একুশে বইমেলার ৭১৩ নং স্টলের পরিলেখ প্রকাশনীতে।
মোট ৪৭ টি ছড়া নিয়ে প্রকাশিত ‘শুকরিয়া’ সব শ্রেণির মানুষের ভালো লাগবে বলে জানিয়েছেন কবি।
কবি তোফায়েল প্রধান ১৯৯২ সালের পহেলা জানুয়ারি পঞ্চগড় সদর উপজেলার টুনিরহাট ঘটবর এলাকার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।
তিনি ওই এলাকার আলহাজ্ব মরহুম আকবর আলী প্রধানের ছেলে।
কবি ২০০৬ সালে দাখিল পাশ করেন। পরবর্তীতে আলিম, ফাযিল এবং সর্বশেষ ২০১৩ সালে কামিল শেষ করেন। বর্তমান কবি জাতীয় বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে অধ্যয়নরত।
দীর্ঘদিন থেকেই লেখালেখি করছেন তিনি। তবে এটাই তার প্রথম প্রকাশিত ছড়াগ্রন্থ।
এর আগে জাতীয় দৈনিক, সাপ্তাহিক ও অনলাইন মাধ্যমসহ বিভিন্ন ম্যাগাজিনে কবির লেখা প্রকাশ হয়েছিলো।
কবি তোফায়েল প্রধান একজন আদর্শবান ও দেশ প্রেমিক কবি-সাহিত্যিক হতে চান। তিনি জানান, লেখনির মাধ্যমেই পাঠকের অন্তরে জায়গা করে নিবেন।
Leave a Reply