শফিকুল ইসলাম, গোমস্তাপুর: গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর ইউপি’র চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে অনিয়মে জড়িত থাকার অভিযোগে মামলায় অভিযুক্ত এক নির্বাচনী কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ। বরখাস্ত হওয়া ওই কর্মকর্তা হলেন, গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আব্দুস সামাদ। গত ১৬ জানুয়ারি স্বাস্থ্য বিভাগের উপপরিচালকের কার্যালয় রাজশাহী থেকে ইস্যুকৃত এক আদেশে এ তথ্য জানা গেছে। এর আগে বিষয়টি অবহিত করে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা গত ২ জানুয়ারি সিভিল সার্জনকে একটি পত্র দিলে গত ৬ জানুয়ারি সিভিল সার্জন উপ- পরিচালক (স্বাস্থ্য) রাজশাহীকে অভিযুক্ত উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আব্দুস সামাদকে সাময়িক বহিস্কারের সুপারিশ করে পত্র দিলে উপ-পরিচালক তার বিরুদ্ধে এ শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণ করেন। এদিকে একই ঘটনায় জড়িত পীরপুর দাখিল মাদ্রাসা সহকারী শিক্ষক ফিরোজ আলীর বিরুদ্ধে এখনও কোন শাস্তি মূলক ব্যবস্থা নেয়নি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ বলে জানিয়েছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌসি বেগম। উল্লেখ্য, গত ১ জানুয়ারী উপজেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে পরাজিত স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মনিরুজ্জামান সোহরাব নির্বাচনে নানা অনিয়মের বিষয় তুলে ধরেন। তার এ অভিযোগের সত্যতা হিসেবে তিনি দু-জন নির্বাচর্নী সহকারি প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করার সময় অনিয়মে জড়িত থাকায় কর্তব্যরত ম্যাজিষ্ট্রেট কতৃর্ক হাতে নাতে আটক, মামলা ও জেল হাজতে প্রেরনের ঘটনাকে উল্লেখ করেন।
Leave a Reply