নিজস্ব প্রতিবেদক :চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মির্জাপুরে রাস্তায় অবরোধ করে ভ্যানে বিক্রি হচ্ছে বড়ই, দেখার কেউ নেই জনদুর্ভোগ চরমে।
এলাকাবাসী জানায় নেই কোন নিয়ম নীতি যে যার মতো রাস্তায় ভ্যানে করে বড়ই বিক্রি করছে।ক্যারেট প্রতি দুটাকা খাজনার না দেয়ার জন্য এভাবে রাস্তায় বিক্রি করা হচ্ছে বড়ই। বিএনপি, আ’লীগ দলাদলীকে দায়ী করছে এলাকাবাসী।
নেই কোন কমিটি নেই কোন নিয়ম নীতি তাই এভাবে বিক্রি হচ্ছে বড়ই।পথ যাত্রীদের দাবি প্রশাসনের হস্তক্ষেপই পারে আমাদের এই জনদুর্ভোগ কমাতে।
Leave a Reply