শফিকুল ইসলাম: চাঁপাইনবাবগঞ্জের কানসাট বাঘিতলায় প্রায় ৫০ হাজার মানুষের সহজে যাতায়াত ও পানি নিষ্কাশনের জন্য ২০১৬-১৭ অর্থ বছরে ৫০ লাখ ৯৪ হাজার ৫শ টাকা ব্যয়ে একটি কালভার্ট নির্মাকালভার্টটি নির্মাণ করে করা হয়। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতর কালভার্টটি নির্মাণ কাজ সম্পন্ন করে; কিন্তু নির্মাণের পর থেকেই এটি অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে। কালভার্টের ওপরে শুকানো হচ্ছে খড়কুটো।
সরজমিনে শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের বাঘিতলায় গিয়ে দেখা যায়, কালভার্টটির পূর্ব দিকে রাস্তা ফাঁকা থাকলেও পশ্চিম দিকের সরকারি রাস্তা দখল করে ঘর তুলে বসবাস করছেন জালাল উদ্দীন, তৈয়ব আলী, রুপচান, বারিক, শুকমার ও শফিকুলসহ প্রায় ৬টি পরিবার। তারা সরকারি রাস্তা না ছাড়ায় সড়ক নির্মাণ করতে পারেনি শিবগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন দফতর। ফলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের।
কানসাট ইউপি চেয়ারম্যান বেনাউল ইসলাম জানান, দ্রুতই স্থানীয় প্রশাসনে সাথে কথা বলে সড়কটি ব্যবহারে ব্যবস্থা করা হবে।
শিবগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম জানান, কালভার্ট আছে, রাস্তা নাই এটি মূলত ইউপি চেয়ারম্যানের দেখার কথা। তারপরও আমি সরজমিন পরিদর্শন করে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা পরিষদের সমন্বয় কমিটির মিটিংয়ে উত্থাপন করব।
Leave a Reply