নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ :
চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ১নং ওয়ার্ডের রেলস্টেশন এলাকায় ও ১৫নং ওয়ার্ডের ফকিরপাড়া রিকশাচালক সমিতিতে গরিব শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে গ্রামীণ ট্রাভেলস।
শনিবার সকালে ও বিকেলে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেন, গ্রামীণ ট্রাভেলসের চেয়ারম্যান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোখলেসুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ডা. সাইফ জামান আনন্দ, জোসনারা অটোরাইস মিলের পরিচালক মাসুদ করিম, গ্রামীণ ট্রাভেলসের প্রশাসনিক কর্মকর্তা মো. আব্দুল জলিল, জেলা ছাত্রলীগ সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনসহ অন্যরা।
চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় গ্রামীণ ট্রাভেলসের সৌজন্যে শীতবস্ত্র বিতরণ ছাড়াও মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ও বাল্যবিয়ে প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টিতে কাজ করছে গ্রামীণ ট্রাভেলসের চেয়ারম্যান আলহাজ্ব মোখলেসুর রহমান।-কপোত নবী।
Leave a Reply