নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ : বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক ফুটবল টুর্ণামেন্ট-২০১৯ এর রাজশাহী বিভাগীয় চ্যাম্পিয়ন দলকে সংবর্ধনা দিয়েছে সদর উপজেলা প্রশাসন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ২ ফেব্রুয়ারি রোববার সকালে চ্যাম্পিয়ন চামাগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়কে সংবর্ধনা দেয়া হয়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা চেয়ারম্যান মোঃ তসিকুল ইসলাম তসি ও নির্বাহী অফিসার মোঃ আলমগীর হোসেন ক্ষুদে ফুটবলারদের সংবর্ধনা দেন।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষুদে ফুটবলারদের অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়। এবং জাতীয় পর্যায়ের তাদের জয়ের ধারা অব্যাহত রাখতে যেকোন সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন।
বিভাগীয় চ্যাম্পিয়ন সদর উপজেলার চামাগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসাঃ মেহেরুন নেসা এক প্রতিক্রিয়ায় জানান, তার বিদ্যালয়ের ক্ষুদে ফুটবলাররা একদিন দেশের হয়ে দেশের বাইরে মাঠ কাঁপাবে। তিনি বলেন, জেলা ও উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় তার বিদ্যালয় বিভাগীয় চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেছে। এজন্য তিনি জেলা ও উপজেলা প্রশাসনের সকলকে ধন্যবাদ জ্ঞাপণ করেন। সেই সাথে তার আদরের ক্ষুদে ফুটবলারদের উত্তরোত্তর সফলতা কামনা করেন।
উল্লেখ্য, ৩১ জানুয়ারি শুক্রবার বগুড়া জেলার ধোপপাখিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৭-০ গোলে হারিয়ে রাজশাহী বিভাগীয় চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে চামাগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়।-কপোত নবী।
Leave a Reply