নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ :
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তেলকুপি খাবারটোলা গ্রামে পরিত্যক্ত অবস্থায় ১ লাখ ৩০ হাজার ৪০০ টাকা মূল্যের ৩২৬ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে ৫৯ বিজিবি।
প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, ২ ফেব্রুয়ারি রোববার রাত পৌণে ১২ টার দিকে নায়েব সুবেদার মোঃ জামিল হোসেন এর নেতৃত্বে টহল দল তেলকুপি খাবারটোলা গ্রামে পরিত্যক্ত অবস্থায় ৩২৬ বোতল ফেনসিডিল উদ্ধার করে।
এ ব্যাপারে ৫৯ বিজিবি রহনপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মাহমুদুল হাসান পিএসসি ফেন্সিডিল আটকের বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন এবং সীমান্তে সকল ধরণের চোরাচালানের বিরুদ্ধে বর্ডার গার্ড বাংলাদেশের এই অভিযান অব্যাহত রাখার ব্যাপারে তাঁর দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।
উদ্ধারকৃত ফেনসিডিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ে জমা দেয়া হবে।-কপোত নবী।
Leave a Reply