শিরোনাম
রাণীনগরে আলোচিত মাদক ব্যবসায়ী গ্রেফতার-বরেন্দ্র নিউজ গ’ণ’পি’টু’নি’তে ২ জন ডা’কা’ত নি’হ’ত-বরেন্দ্র নিউজ ভোলাহাটে যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত-বরেন্দ্র নিউজ ভোলাহাটে যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত-বরেন্দ্র নিউজ নাচোলে ঐতিহাসিক পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে আলোচনা সভা-বরেন্দ্র নিউজ গোমস্তাপুরে জামায়াতের সভা–বরেন্দ্র নিউজ ভোলাহাটে ২৮ অক্টোবর সন্ত্রাসীদের বিচারের দাবীতে জামায়াতের প্রতিবাদ সমাবেশ-বরেন্দ্র নিউজ চাঁপাইনবাবগঞ্জ কমিউনিটি দক্ষিণ কোরিয়া নতুন কমিটি গঠন সভাপতি সোহেল সম্পাদক মুনিরুল-বরেন্দ্র নিউজ নাচোলে বিএমডিএ’র চেয়ারম্যানের মতবিনিময়-বরেন্দ্র নিউজ ভোলাহাটে মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন-বরেন্দ্র নিউজ নাচোলে উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদকসঅহ ২৬ জনের নামে মামলা আটক -১-বরেন্দ্র নিউজ
সাদা মনের মানুষ,আলোকিত নেতা মোজাম্মেল হক-বরেন্দ্র নিউজ

সাদা মনের মানুষ,আলোকিত নেতা মোজাম্মেল হক-বরেন্দ্র নিউজ

নীলফামারী প্রতিনিধিঃ

পৃথিবীর ইতিহাস, আসলে নেতৃত্বের ইতিহাস। সঠিক নেতৃত্বের প্রভাবে একটি পরিবার, প্রতিষ্ঠান, দেশ ও জাতি এমনকি বিশ্বকে বদলে দিতে পারে। একজন যোগ্য নেতা ও তার নেতৃত্বদানের হাত ধরে একটি নতুন সভ্যতার জন্ম হতে পারে, শুরু হতে পারে নতুন একটি যুগ। এই নেতৃত্বকে নিয়ে উক্তি দিয়েছিলেন স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি বলেছিলেন, একজন মানুষের মাঝে যদি সঠিক নেতৃত্বের গুণাবলী থাকে, তাহলে একদল অযোগ্য মানুষদের, অনেক বড় অর্জনের দিকে নিয়ে যেতে পারে। একজন মানুষের স্বপ্ন যত বড়, তার দলও তত বড় হতে পারে, যদি তার সঠিক নেতৃত্ব থাকে। একজন সত্যিকারের নেতা তাঁর নিজের স্বপ্ন ছড়িয়ে দিতে পারেন অনেক মানুষের মাঝে। নেতাকে অনুসরণ করে তাদের শ্রম ও ঘাম এমনকি তারা নিজের রক্ত দিতেও দ্বিধাবোধ করেনা। এই সব গুণাগুণ নিয়েই সত্যিকারের একজন নেতা যাঁর সামনে গেলেই মানুষ মুগ্ধ হয়। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ায় প্রত্যয়ে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে, দিনরাত ঐক্লান্তিক পরিশ্রম করে যাচ্ছেন, আসলেই তিনি একজন ভালো মনের মানুষ, জনগনের খুব কাছের মানুষ, যাকে সবসময় কাছে পায়, তিনি হলেন নীলফামারীর ডিমলা উপজেলার ৮নং ঝুনাগাছচাপানী ইউনিয়ন শাখার আওয়ামীলীগের সভাপতি মোজাম্মেল হক।নিঃস্বার্থ, পরোপকারী এবং পরিচ্ছন্ন রাজনীতি চর্চার এক উৎকৃষ্ট উদাহরণ আওয়ামীলীগে পরিবারে বীর পুরুষ, যার রন্ধ্রে রন্ধ্রে পরিচ্ছন্ন রাজনীতি বিদ্যমান । রাজনীতির মাধ্যমে সমাজতন্ত্রকে উচ্চতার শিখরে পৌছানোটাই তার লক্ষ্য। এই লক্ষেই নানা প্রতিঘাত পেরিয়ে এখনো বাংলাদেশ আওয়ামীলীগের একজন একনিষ্ঠ কর্মী হিসেবে নিজেকে বিলিয়ে দিচ্ছেন।১৯৮১সালের শেষের দিকে বাংলাদেশ আওয়ামীলীগে যোগদান করেন।তখন থেকে জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শ ন্যায় নীতি বুকে ধারন করে আওয়ামীলীগ রাজনীতির সাথে জড়িয়ে পড়ে নীতিনৈতিকতার সাথে কাজ করে যাচ্ছেন। তিনি একজন সফল মানুষ, মানব প্রেমের উজ্জ্বল উদাহরন।শৈশব থেকে দেশ প্রেমকে হৃদয়ে লালন করে সৃষ্টি করেছেন অসাধারন নৈপূর্নতার কারিশমা গুলো।তিনি মানুষকে বুঝিয়ে দিয়েছেন যিনি ভালবাসতে জানেন তাকেই ভালবাসতে হবে।জননন্দিত এই মানুষটি বর্তমানে সুনামের সহিদ অত্র ইউনিয়নের বাংলাদেশ আওয়ামীলীগ সভাপতি হিসাবে নিয়োজিত আছেন।দলকে সু-সংগঠিত করার জন্য ন্যায় নিষ্ঠার নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদি এই নেতা তার ইউনিয়নে, বাল্য বিবাহ প্রতিরোধ, নারীশিশু নির্যাতণ,মাদক, সন্ত্রাস নির্মূলে,কাজ করে যাচ্ছেন।অসাধারন ভূমিকার জন্য ইউনিয়নের জনসাধারন অত্যান্ত সন্তোষ্ট। ব্যক্তি জিবনে তিনি একজন সাদামনের মানুষ-উন্নায়নের কলাকৌসুলী ও মানবতায় নিজেকে প্রসারিত করার যে প্রয়াস গুলো তিনি করেছেন।
এ বিষয়ে মোজাম্মেল হকের সাথে সংবাদকর্মীর একান্ত স্বাক্ষাৎকারে বলেন,স্বাধীনতার স্থপতি,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর নীতি আদর্শেকে বুকে ধারন করে ন্যায় নিষ্ঠার সাথে রাজনীতি করে যাচ্ছি।আমি ঝুনাগাছচাপানী ইউনিয়ন আওয়ামীগের ইউনিয়ন সভাপতি হিসাবে দ্বায়িত্ব পাওয়ার পর থেকে দলকে সুসংগঠিত করার জন্য দিনরাত কাজ করে যাচ্ছি।স্বাদ্ধমত মত ইউনিয়নের মানুষের উপকার করার চেষ্ঠা করি।অত্র ইউনিয়নে দুবার চেয়ারম্যান হিসাবে এলাকার জনগনের জন্য সুখে দুঃখে পাশে থেকে কাজ করার চেষ্টা করছি। জিবনের শেষপ্রান্ত পযর্ন্ত ইউনিয়নবাসীকে ভালবেসে তাদের সুখে দুঃখে পাশেঁ থেকে আর একটি বার সেবা করার সুযোগ দেন,তাহলেঅত্র ইউনিয়নকে মডেলে পরিনত করবো।আগামী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী তাই সকল শ্রেনীর মানুষের কাছে দোয়া ও আর্শিবাদ প্রার্থী করছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




<figure class=”wp-block-image size-large”><img src=”http://borendronews.com/wp-content/uploads/2020/07/83801531_943884642673476_894154174608965632_n-1-1024×512.jpg” alt=”” class=”wp-image-17497″/></figure>

© All rights reserved © 2019 borendronews.com
Design BY LATEST IT