নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ :
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আমনুরায় জেলা গোয়েন্দা শাখা ডিবির অভিযানে ৪০০ গ্রাম হেরোইনসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার
জাহানাবাদ কাস্টম এলাকার লোকমান আলীর ছেলে মো. মাহাবুল আলম (২৭), সারাংপুর এলাকার মুনসুর আলীর ছেলে মো. মুনিরুল (৪০), মাদারীপুর মোল্লা পাড়ার মুনসুর রহমান মো. নবাব আলী (৩৬) ও আতোয়া কসাইপাড়ার মো. আবদুল লতিফের মো. জিয়ারুল ইসলাম (৩২)।
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ আলহাজ্ব বাবুল উদ্দিন সরদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি আমনুরায় মাদক বিক্রির জন্য কয়েকজন ব্যক্তি অবস্থান করছে।
খবর পাবার পর ১৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টার দিকে পুলিশ সুপার এ এইচ এম আবদুর রকিব বিপিএম পিপিএম (বার) এর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা ডিবির একটি টিম অভিযান পরিচালনা করে ৪০০ গ্রাম হেরোইনসহ ৪ জনকে গ্রেপ্তার করে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। -কপোত নবী।
Leave a Reply