-শ্রী প্রকাশ চন্দ্র দাস
বসন্তের মাতাল হাওয়া,
শিমুল ঝরা গাছের তলে
সন্ধ্যা-রাতে শীতের কম্পনের
প্রভাতে পাতা ঝরা তপোবনে,
নিশিতে বাউলের গান শুনি
লালনের ঘরে
জোনাকিরা ছুটে চলে দলে-দলে
মিটি-মিটি আলো ছড়াইয়ে,
যৌবন আমার সাহসী মনে
বসে রই তপোবনে
সঙ্গীতের,ইঙ্গিতে কথা বলে
চঞ্চল বসন্তের যৌবনে-
আমি অনন্তের দেশে
দুরন্ত যৌবনে
মৌমাছি আসা মধুবনে,
প্রতীক্ষার প্রহরে পাতা ঝরা মধুবনে।
তুমি এসেছিলে হাঁসিতে-হাঁসিতে
কত মধু ঝরায় বাঁশিতে বাঁশিতে
যৌবনের স্বন্ধিক্ষনে।
এসো এসো চলে এসো ঝরা পাতা মধু-বনে
ফেলে এসো ক্লান্ত পুষ্পহার,
ফাগুনের নিশ্বাষে-নিশ্বাষে–
বহিছে যৌবনে সঙ্গীতের উচ্ছাস।
ঝরে পড়ে ফোটা ফুল
ঝরে পড়ে জীর্ণ পাতা
মধু বনে ফিরে আসা মৌমাছি গুলো,
ঝরা ফুলে হয় না মালা
মধু বসন্তের অবেলা,
নতুন পুষ্পে পুষ্পিত কাননে
ঝরা পাতায় বাতায়নে।।
লেখকঃ শ্রী প্রকাশ চন্দ্র দাস
পরিচালক
মেসার্স পায়েল ট্রেডার্স
কানসাট বাজার,শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ।
মোবাইল নং ০১৭১৩-৭৮০০২৭
Leave a Reply