এ আই রবি, রাজশাহী ব্যুরো: রাজশাহীর বাঘা উপজেলার দেবত্তর বিনোদপুর এলাকায় মানিক নামে এক ব্যবসায়ীর বাড়ীতে আগুন লেগে তিনটি ঘর ভস্মীভূত হয়েছে। রবিবার রাতে রান্নাঘর থেকে এই আগুনের সূত্রপাত ঘটে। পরে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রন করে। খবর পেয়ে ঘটনাস্থান পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা।
স্থানীয়রা জানান, রাতে দেবত্তর গ্রামের আজিজুল হকের ছেলে মানিকের (৪৫) রান্নাঘরে প্রথমে আগুন লাগে। এই আগুন ছড়িয়ে পড়ে তাদের গরুর ঘরসহ নিজ শয়ন কক্ষে। এ সময় এলাকার লোকজন আগুন নেভানোর চেষ্টা চালায়। এর কিছুক্ষন পরে উপজেলার তেথুলিয়া ফায়ার স্টেশনের লোকজন চলে আসে। এক পর্যায় সকলের প্রচেস্টায় আগুন নেভানো সম্ভব হয়।
বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা বলেন, খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ধারনা করা হচ্ছে প্রায় তিন লাখ টাকার ক্ষতি সাধন হয়েছে। বিষয়টি জেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে।
Leave a Reply