নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে ১৯ ফেব্রুয়ারি বুধবার সন্ধ্যা ৭টার দিকে ১টি বিদেশী পিস্তল, ১টি দেশীয় তৈরি ওয়ান শুটারগান, ২টি ম্যাগজিন, ৫ রাউন্ড গুলিসহ রহমত নামে ১ যুবককে গ্রেপ্তার করেছে র্যাব-৫ রাজশাহী সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল।
শিবগঞ্জ উপজেলার সোনামসজিদের পূর্বপাশের পুকুর সংলগ্ন পিরোজপুর গ্রামের একটি আমবাগানের ভেতর পরিচালিত অভিযানটির নেতৃত্ব দেন কোম্পানী কমান্ডার সিনিয়র এএসপি এ কে এম এনামুল করিম।
গ্রেপ্তারকৃত যুবক চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার চর ধরমপুর গ্রামের মো. সাদিকুল ইসলাম ও মোসা. নাজমা খাতুনের ছেলে মো. রহমত আলী (১৬)।
বুধবার রাত সাড়ে নটার দিকে প্রেস-বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে পিরোজপুর গ্রামে আগ্নেয়াস্ত্র বিক্রির জন্য ১ যুবক অবস্থান করছে। খবর পাবার পর র্যাব-৫ রাজশাহী সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল দ্রুত ঐ এলাকায় অভিযান পরিচালনা করে অস্ত্রসহ রহমতকে হাতেনাতে গ্রেপ্তার করে।
এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও প্রেস-বিজ্ঞপ্তিতে জানায় র্যাব।-কপোত নবী।
Great content! Super high-quality! Keep it up! 🙂