নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদনের মধ্যদিয়ে পালিত হয়েছে আর্ন্তজাতিক শহীদ দিবস ও মাতৃভাষা দিবস-২০২০।
আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে দিবসের প্রথম প্রহরে শুক্রবার (রাত ১২টা একমিনিটে) উপজেলা পরিষদ চত্বরে কেন্দ্রীয় শহীদ মিনারে ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী অফিসার রাজিবুল আলমের নেতৃত্বে উপজেলা প্রশাসন। এরপর একে একে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রভাষক রাব্বুল হোসেনের নেতৃত্বে উপজেলা পরিষদ। ওসি নাসির উদ্দিন মন্ডলের নেতৃত্বে ভোলাহাট থানা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব প্রকৌশলী আমিনুল হক ও সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ডা: আসরাফুল হক চুনুর নেতৃত্বে উপজেলা আ’লীগ,উপজেলা বিএনপির সহসভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান প্রভাষক আনোয়ারুল ইসলামের নেতৃত্বে উপজেলা বিএনপি,প্রেস ক্লাবের সভাপতি গোলাম কবিরের নেতৃত্বে ভোলাহাট প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন ও অংগসংগঠন, সামাজিক সংগঠন পুস্পস্তবক অর্পন শেষে শহীদদের আত্মার শান্তি কামনায় দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন ও দোয়া করা হয়। এছাড়াও সূর্যোদয়ের সাথে সাথে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক- শিক্ষার্থীগন শহীদবেদিতে পুস্পস্তবক অর্পণ করেন।
পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার রাজিবুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক রাব্বুল হোসেন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,
ভোলাহাট থানা অফিসার ইনচার্জ নাসির উদ্দিন মন্ডল, উপজেলা ভাইস চেয়ারম্যান গরিবুল্লাহ দবির, মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ খাতুন, উপজেলা আওয়ামী লীগ সিনিয়র সহ-সভাপতি ইয়াশিন আলী শাহ্, উপজেলা শাখার সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ডাঃ আশরাফুল হক চুনু, যুব কর্মকর্তা কামরুজ্জামান সর্দারসহ অন্যরা।
এ সময় ভাষা শহীদদের আত্মার মাগফেরাতের জন্য দোয়া করা হয়।
উল্লেখ্য সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করা হয়।
Leave a Reply