নিজস্ব প্রতিবেদক :
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ২২ ফেব্রুয়ারি শনিবার উপজেলা প্রশাসন ও ভোলাহাট থানা স্কাউট কর্তৃক আয়োজিত স্কাউটের প্রতিষ্ঠাতা বিপি অথ্যাৎ রবার্ট স্টিফেনশন স্মিথ লর্ড ব্যাডেন পাওয়েল অব গিলওয়েল এর ১৬২ তম শুভ জন্মদিন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা সাড়ে ১০ ঘটিকার সময় উপজেলা চত্বর থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে আবার একই স্থানে এসে পথসভার মাধ্যমে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন,
উপজেলা নির্বাহী অফিসার রাজিবুল আলম,
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রহমান, জেলা রোভার লিডার (ডি.আর.এস.এল) হাবিবুর রহমান, বাংলাদেশ আওয়ামী লীগ উপজেলা শাখার সহ-সভাপতি আব্দুল খালেক, ভোলাহাট থানা স্কাউটের সম্পাদক রাকিবুল ইসলাম, ভোলাহাট সরকারি মহিলা ডিগ্রি কলেজের রোভার ইউনিট লিডার দিলারা পারভীন,নেকজান বালিকা উচ্চ বিদ্যালয়ের স্কাউট ইউনিট লিডার শরিফা খাতুন, বীরেশ্বরপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের স্কাউট ইউনিট লিডার মিজানুর রহমানসহ বিভিন্ন স্কুল ও কলেজের রোভার ও স্কাউট সদস্যরা।
এ সময় অতিথিবৃন্দের বক্তব্যে ফুটে উঠেছে, বিপি ১৯৪১ সালের ৮ই জানুয়ারি লন্ডনের হাইড পার্কে জন্মগ্রহণ করেন। তিনিই স্কাউট প্রতিষ্ঠিত করেন। তিনি ১৯৪১ সালের ২২শে ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন।
উল্লেখ্য, উপজেলা নির্বাহী অফিসার বিপি’র জীবনী সম্পর্কে স্মৃতিচারণ করেন ও রোভার-স্কাউটদের স্কাউটের সাতটি আইন নিজেদের জীবনে প্রয়োগ করার আহবান করেন।
Leave a Reply