নিজস্ব প্রতিবেদক :
চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ উপজেলা শাহবাজপুর ইউনিয়নে অদ্ভুত আকৃতির এক মেয়ে শিশুর জন্ম হয়েছে।
মোসাঃ খাতিজা নামের দুই বছর বয়সী শিশুটি স্বাভাবিকের মত খাচ্ছে, কথা বলছে, এবং বসে থাকছে। কিন্তু স্বাভাবিক মাথার চাইতেও দিগুন বড় মাথা নিয়ে শিশুটি অস্বাভাবিক জীবন যাপন করছে।
শিশুটি উপজেলার শাহবাজপুর ইউনিয়ন কাগমারী গ্রামের রাজমিস্ত্রি মোঃ হাসান আলী ও মোসাঃরিমা খাতুন দম্পতির মেয়ে সন্তান মোসাঃ খাতিজার জন্ম হয়।
বিরল আকৃতির এ শিশুটিকে এক নজর দেখতে বিভিন্ন পেশার মানুষ মাঝে মাঝে ভিড় জমায় হাসান আলীর বাড়িতে।
উপজেলার কানসাটে মডার্ন হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারে সিজার এর মাধ্যমে শিশুটির জন্ম হয়। কিন্তু তার মাথার গঠন স্বাভাবিক নয়। তাঁর মাথার আকৃতি খুবই অস্বাভাবিক। এতে প্রথম সন্তান হওয়ায় আনন্দের পরিবর্তে পরিবারটিতে চরম হতাশা নেমে এসেছে।
এ ব্যাপারে শিশুটির পিতা মোঃ হাসান আলী বলেন, কত আশা ছিল আমি সন্তানের বাবা হচ্ছি কিন্তু আল্লাহ আমাকে এ কেমন সন্তান দিলেন। শুনছি, উপযুক্ত চিকিৎসা করালে নাকি সে ভালো হতে পারে। কিন্তু এত টাকা খরচ করার আমার সাধ্য নায়, আপনাদের লিখনের মাধ্যমে সরকার ও বিত্তবান ব্যক্তিদের কাছে সহযোগিতা চাই
মর্ডান হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের ডাঃ মোঃ কামাল উদ্দিন জানান, একে (হাইড্রোকেফালা) বলে, মাথায় পানিধরা । আরো বলেন এ রোগের চিকিৎসা জন্য মাথার স্পেশালিস্ট চিকিৎসকের চিকিৎসা নিতে হবে।
Leave a Reply